২৫-কুড়িগ্রাম ১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম কিনেছেন শোভন
- আপডেট সময় : ০৮:৫০:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩ ৯২ বার পঠিত
২৫, কুড়িগ্রাম-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম কিনলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫, কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী- কচাকাটা)আসনে আওয়ামীলীগের মনোনয়ন ফরম কেনার সময় তার সাথে ছিলেন শোভন চৌধুরীর বাবা ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মোঃ নুরুন্নবী চৌধুরী খোকন সহ কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা কর্মীরা।
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ রেজওয়ানুল হক চৌধুরী শোভন আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম কেনার খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পরার সাথে সাথে ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন ইউনিয়নে তৃণমূল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী দের মাঝে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন ইউনিয়নের তৃণমূল নেতা কর্মীদের সাথে কথা হলে তারা বলেন, শোভন চৌধুরী আমাদের ভূরুঙ্গামারী উপজেলার সন্তান। প্রয়াত আলহাজ্ব শামসুল হক চৌধুরী এম পি মহোদয় এর পর ভূরুঙ্গামারী উপজেলা থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম কেনায় আমরা সবাই আনন্দিত। বিভিন্ন ইউনিয়ন এর তৃণমূল নেতা কর্মী সমর্থকদের মতামত অনুযায়ী,জননেত্রী শেখ হাসিনার আস্থা এবং আশীর্বাদ পেয়ে নৌকার প্রার্থী হিসেবে শোভন চৌধুরীর আগমনের অপেক্ষা করছি আমরা। কুড়িগ্রাম-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম আরও অনেকেই কেনার বিষয় নিয়ে কথা বলে জানা যায়, শেখ হাসিনার মনোনীত নৌকার প্রার্থীকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও এমপি হিসেবে জয়ী করার মাধ্যমে, উন্নয়ন কর্মসূচির ধারা অব্যাহত রাখতে তৃণমূল নেতা কর্মীরা ঐক্যবদ্ধ।
তারা আরো বলেন, নিজেদের সন্তান হিসেবে শোভন চৌধুরী নৌকার প্রার্থী হলে আমরা অনেক বেশি খুশি হতাম। দিন শেষে নৌকা যার আমরাও তার, এ ধরণের মতামত পোষণও করেছেন তৃনমুল পর্যায়ের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী বৃন্দ। মনোনয়ন ফর্ম কেনার বিষয়ে মুঠোফোনে শোভন চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, সকলের দোয়া ও আশীর্বাদে আমার প্রয়াত দাদু আলহাজ্ব শামসুল হক চৌধুরী এম পি মহোদয় এর পর ভূরুঙ্গামারী উপজেলার সন্তান হিসেবে নৌকার প্রার্থী হতে মনোনয়ন ফর্ম কিনেছি আলহামদুলিল্লাহ।
তিনি উত্তর ধরলার নাগেশ্বরী, ভূরুঙ্গামারী, কচাকাটা থানার সর্বস্তরের জনগণ এবং নেতা কর্মীদের কাছে বেশি বেশি দোয়া কামনার কথা জানিয়েছেন। তিনি বলেন দেশরত্ন শেখ হাসিনার মনোনীত নৌকার প্রার্থী হতে পারলে গোটা দেশের মতো কুড়িগ্রাম-১ আসনেও উন্নয়ন কর্মসূচিতে ভরিয়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। সব শেষে তিনি দেশরত্ন শেখ হাসিনার চুড়ান্ত সিদ্ধান্তের প্রতি অনুগত থেকে নৌকার জয় নিশ্চিত করার কথাও জানান।