হাতীবান্ধায় নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সম্মাননা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:২৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩ ১১৫ বার পঠিত
লালমনিরহাটের হাতীবান্ধায় বড়খাতা কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সম্মাননা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ নভেম্বর) উপজেলার বড়খাতা কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সম্মাননা-২০২৩ অনুষ্ঠিত হয়।
বড়খাতা কলেজের অধ্যক্ষ নূর-এ-ইলাহী এর সঞ্চালনায় ও বড়খাতা কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের লালমনিরহাট জেলা শাখার সভাপতি ও বড়খাতা কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের উপজেলা সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, হাতীবান্ধা মহিলা কলেজের অধ্যক্ষ মোতাহার হোসেন লাভলু, দইখাওয়া আদর্শ কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হোসেন, পাটগ্রাম মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান মিলু, বড়খাতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সলিম উদ্দিন, বড়খাতা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আমিন উদ্দিন আহমেদ, বড়খাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল প্রমূখ।