সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:৫৯:০৬ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪ ৯১ বার পঠিত
এক মাস সিয়াম সাধনা ও আত্মশুদ্ধির এই পবিত্র রমজান মাসে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনায় সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় জেলা বিএনপির আয়োজনে শহরের জামতলা এলাকায় জান্নাত কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. এনামুল হক,চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী,জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হোসেন জীবন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহার চৌধুরী শামীম,সদস্য ডা. শাহারিয়ার হোসেন চৌধুরী,কয়সর এম আহমেদ,মিজানুর রহমান চৌধুরী,জেলা বিএনপির সহ-সভাপতি এড. মল্লিক মইনুদ্দিন সুহেল,মোঃ সেলিম আহমদ,নাদীর আহমদ,রেজাউল হক,আবুল মনসুর মোহাম্মদ শওকত,এড. শেরেনুর আলী,ফারুক আহমদ,মোঃ আনসার উদ্দিন, সহ সভাপতি মোঃ আনিসুল হক যুগ্ম সাধারন সম্পাদক এড. জিয়াউর রহিম শাহীন,সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম,কামরুল ইসলাম কামরুল,স্বেচ্ছাসেবক দলের সভাপতি সামছুজ্জামান,সাধারন সম্পাদক মোনাজ্জির হোসেন,জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর মোহাম্মদ শওকত,সাধারন সম্পাদক এড.মামুনুর রশিদ কয়েছ,যুগ্ম সাধারন সম্পাদক তফাজ্জল হোসেন,মমিনুল হক কালারচাঁন,সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব তারেক মিয়াসহ সহযোগি সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিশে^ মুসলমান সম্প্রদায়ের সবচেয়ে ত্যাগের ও সিয়াম সাধনা এবং আত্মশুদ্ধির মাস হচ্ছে পবিত্র মাহে রমজান। এই মাসে সকল মুমিনগণ আল্লাহতালার নৈকুন্ঠ লাভের আশায় আমরা সারাদিন রোজা রেখে সবার গুনাহ কবুল করতে মাফ চাই।
তিনি বলেন বর্তমান ফ্যাসিস এই একদলীয় সরকার গত জানুয়ারীর জাতীয় সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক বিরোধ দল ও জোটকে নির্বাচনের বাহিরে রেখে দলীয় সরকারের অধীনে এক তরফা নির্বাচন করে ক্ষমতাকে পাকাপোক্ত করে রেখেছে। দেশে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশচুম্বী,সাধারন মানুষের ক্রয়ক্ষমতার বাহিরে। কিন্তু সেদিকে এই সরকারের কোন খেয়াল নেই। দেশে একের পর এক অনিয়ম,দূর্নীতি আর লুটপাঠ করে বিদেশে দেশের টাকা পাচার করে ব্যাংক আজ দেউলিয়া হয়ে গেছে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে একটি সাজাঁনো মিথ্যা মামলা দিয়ে জেলে বন্দী করে রাখা হয়েছে। তিনি বর্তমানে শারীরিকভাবে খুবই অসুস্থ হলে ও সরকার তাকে নিঃশর্ত মুক্তি দিতে ভয় পাচ্ছে।
এদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ও অনেকগুলো মিথ্যা মামলা দিয়ে নির্বাসনে পাঠানো হয়েছে। দেশে বিএনপি ও সহযোগি সংগঠনের লাখো লাখো নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে জেলে রেখেং হয়রানি করা হচ্ছে।
অবিলম্বে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহরসহ তাদের নিঃশর্ত মুক্তির দাবী জানান এবং বর্তমান সরকারকে অবিলম্বে পদত্যাগ করে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সকল রাজনৈতিক দলের অংশগ্রহনে পূনরায় জাতীয় নির্বাচনের দাবী জানান। পরিশেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তিসহ বিশ্বের সকল মানুষের জন্য দোয়া ও মোনাজত করা হয়।