সালথায় গণঅধিকার পরিষদের শীতবস্ত্র বিতরণ
- আপডেট সময় : ০৬:০২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪ ১৩ বার পঠিত
ফরিদপুরের সালথায় গরীব, অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে গণঅধিকার পরিষদ।
গণঅধিকার পরিষদ সালথা উপজেলা শাখার আয়োজনে শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার আটঘর ইউনিয়নের জয়কালি আশ্রয়কেন্দ্রে দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
গণঅধিকার পরিষদ সালথা উপজেলা শাখার আহ্বায়ক ফারুক ফকিরের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা শাখার অর্থ সম্পাদক ফিরোজ শেখ, ছাত্র অধিকার পরিষদ ফরিদপুর জেলার সভাপতি হারুন অর রশিদ, সালথা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম মোল্লা ইমরান, আরব আলী,এনায়েত হোসেন, নজরুল চৌধুরী, সদস্য সচিব সজীব আল হোসাইন, গণঅধিকার পরিষদ সালথা উপজেলা শাখার অর্থ সম্পাদক সোহেল রানা, আটঘর ইউনিয়নের আহ্বায়ক আলমগীর হোসেন, বল্লভদী ইউনিয়নের আহ্বায়ক আজাদুর রহমান জুয়েল প্রমুখ।
শীতবস্ত্র বিতরণ কালে আহ্বায়ক ফারুক ফকির বলেন, জনগণের অধিকার আমাদের অঙ্গীকার। ভিপি নুরের নির্দেশনায় শীতের শুরুতে গরীব অসহায় শীতার্ত মানুষ যাতে শীতে কষ্ট না পায় সেই প্রচেষ্টাকে সামনে রেখে প্রথম পর্যায়ে শীতবস্ত্র বিতরণ করলাম। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে সালথা-নগরকান্দার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হবে।