সালথায় কাজী আব্দুস সোবহানের ঈদ বস্ত্র বিতরণ
- আপডেট সময় : ০৮:৩১:১২ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪ ২০৪ বার পঠিত
ফরিদপুরের সালথায় ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ১ হাজার হতদরিদ্রদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছেন, জেলা মৎস্যজীবিলীগের সভাপতি ও রিয়া- রাথিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুস সোবহান।
শুক্রবার বিকাল ৩ টায় উপজেলার আটঘর ইউনিয়নের সাড়ুকদিয়া বাজার সংলগ্ন খেলার মাঠে এই ঈদ বস্ত্র বিতরণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন,জেলা মৎস্যজীবিলীগের সহ-সভাপতি কাজী সুমন, মিজানুর রহমান তালুকদার, সালথা উপজেলা মৎস্যজীবিলীগের আহব্বয়ক মেজবাউদ্দিন মিঠু, যুগ্ন আহব্বয়ক হৃদয় খান সুমন, ছাত্রলীগনেতা কাজী আনিচুর রহমান তানভীরসহ নেতাকর্মী বৃন্দ।
ঈদের আগ মূহুর্তে কাজী আব্দুস সোবহানের উপহার পেয়ে খুশি বৃদ্ধা কামরুন নাহার, আছিয়া, শেফালি। তারা বলেন, ঈদ বস্ত্র পেয়ে আমরা খুশি। আমাদের পরিবারে খুশির বার্তা নিয়ে এসেছে এই উপহার।
ঈদ উপহার দেওয়ার জন্য কাজী আব্দুস সোবহানকে ধন্যবাদ জানান তারা। ঈদ বস্ত্র বিতরণ কালে কাজী আব্দুস সোবহান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশেই ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে আমার ঈদ বস্ত্র বিতরণ।
মানুষ মানুষের জন্য, তাই আমি আমার সামর্থ অনুযায়ী আজকে এই এলাকার হতদরিদ্র কিছু মানুষ কে ঈদ বস্ত্র দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তিনি বলেন, যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমার সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থেকে সেবা করে যাবো।