ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপাচার্য নিয়োগের দাবিতে ইবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট সংস্কার সাতক্ষীরা উপকূলে বিশ্ব জলবায়ু ধর্মঘট কর্মসূচী পালিত বালিয়াকান্দিতে এ্যাসেডের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচী পালিত ভোলা প্রেসক্লাবে গনমাধ্যম কর্মীদের সাথে বরিশাল রেঞ্জ ডিআইজি মত বিনিময়  আত্রাইয়ে মহিলাদের আত্মকর্মসংস্থানে ক্ষুদ্র ঋণ বিতরণ নাগেশ্বরী উপজেলা বেসরকারি শিক্ষক কর্মচারী সমন্বয় পরিষদের কমিটি গঠন পত্রিকার প্রকাশের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি দৈনিক রাজবাড়ী কন্ঠের প্রকাশকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পাইকগাছায় দু’পক্ষের বিরোধ ঠেকাতে তৃতীয় পক্ষের ৩জন গুরুতর জখম

সালথায় কচুরিপানা অপসারণ অভিযান শুরু

শরিফুল হাসান-সালথা (ফ‌রিদপুর):
  • আপডেট সময় : ০৬:৫৫:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩ ৪৬ বার পঠিত

ও‌রে আয় কচু‌রি না‌শি ঐ রাক্ষসী যে বাংলা‌দে‌শের দি‌চ্ছে গলায় ফা‌ঁসি এই প্রতিপাদ‌্য বিষয়‌কে সাম‌নে রে‌খে ফ‌রিদপু‌রের সালথায় কচু‌রিপানা অপসারণ অ‌ভিযা‌নের উ‌দ্বোধন করা হ‌য়ে‌ছে।

উপ‌জেলা প্রশাসন সালথা এর আয়োজ‌নে শ‌নিবার (১৭ জুন) সকাল ১০টায় সালথা থানা চত্ব‌রে অব‌স্থিত পুকু‌রে এই অ‌ভিযা‌নের উ‌দ্বোধন করা হয়। কচু‌রিপানা অপসারণ অ‌ভিযা‌নে বাংলা‌দেশ রেড ক্রিসেন্ট সোসাই‌টি সালথা ইউ‌নিট, সালথা ব্লাড ডোনার ক্লাব, শা‌ন্তির আহ্বান ও ইয়থ লিডারশিপ ফাউ‌ন্ডেশন সহ প্রায় শতা‌ধিক সেচ্চা‌সে‌বী অংশগ্রহণ ক‌রে।

কচু‌রিপানা অপসারণ অ‌ভিযা‌নের উ‌দ্বোধন ক‌রেন, সালথা উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোঃ আক্তার হো‌সেন শা‌হিন। এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন, উপ‌জেলা সহকারী ক‌মি‌শনার (ভূ‌মি) মোঃ সালাহউ‌দ্দিন আইয়ূবী, সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোঃ শেখ সা‌দিক, উপ‌জেলা প্রাথ‌মিক শিক্ষক স‌মি‌তির সাধারণ সম্পাদক মো জা‌হিদুর রহমান প্রমূখ।

সালথা উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোঃ আক্তার হো‌সেন শা‌হিন ব‌লেন, নদ-নদী, খাল-বিল, পুকুর-জলাশয় ও বাওড় যা কচুরিপানা দ্বারা পূর্ণ, সেসব জলাধারসমূহে কচুরিপানা অপসারণ করে ব্যবহার উপযোগী করার যে মহান উদ্যোগ জেলা প্রশাসক গ্রহণ করেছেন সে উদ্যোগের ধারাবাহিকতায় সালথা উপজেলায় একটি পুকুর পরিষ্কার করা হয়েছে। ধীরে ধীরে সকল জলাধারসমূহ পরিষ্কার করা হবে। এ কাজ স্বেচ্ছা শ্রমের মাধ্যমে করা হবে। সালথা উপজেলার যে সকল নাগরিক এ কাজে যুক্ত হতে চান তাদেরকে স্বাগত জানায়।

সালথায় কচুরিপানা অপসারণ অভিযান শুরু

আপডেট সময় : ০৬:৫৫:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩

ও‌রে আয় কচু‌রি না‌শি ঐ রাক্ষসী যে বাংলা‌দে‌শের দি‌চ্ছে গলায় ফা‌ঁসি এই প্রতিপাদ‌্য বিষয়‌কে সাম‌নে রে‌খে ফ‌রিদপু‌রের সালথায় কচু‌রিপানা অপসারণ অ‌ভিযা‌নের উ‌দ্বোধন করা হ‌য়ে‌ছে।

উপ‌জেলা প্রশাসন সালথা এর আয়োজ‌নে শ‌নিবার (১৭ জুন) সকাল ১০টায় সালথা থানা চত্ব‌রে অব‌স্থিত পুকু‌রে এই অ‌ভিযা‌নের উ‌দ্বোধন করা হয়। কচু‌রিপানা অপসারণ অ‌ভিযা‌নে বাংলা‌দেশ রেড ক্রিসেন্ট সোসাই‌টি সালথা ইউ‌নিট, সালথা ব্লাড ডোনার ক্লাব, শা‌ন্তির আহ্বান ও ইয়থ লিডারশিপ ফাউ‌ন্ডেশন সহ প্রায় শতা‌ধিক সেচ্চা‌সে‌বী অংশগ্রহণ ক‌রে।

কচু‌রিপানা অপসারণ অ‌ভিযা‌নের উ‌দ্বোধন ক‌রেন, সালথা উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোঃ আক্তার হো‌সেন শা‌হিন। এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন, উপ‌জেলা সহকারী ক‌মি‌শনার (ভূ‌মি) মোঃ সালাহউ‌দ্দিন আইয়ূবী, সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোঃ শেখ সা‌দিক, উপ‌জেলা প্রাথ‌মিক শিক্ষক স‌মি‌তির সাধারণ সম্পাদক মো জা‌হিদুর রহমান প্রমূখ।

সালথা উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোঃ আক্তার হো‌সেন শা‌হিন ব‌লেন, নদ-নদী, খাল-বিল, পুকুর-জলাশয় ও বাওড় যা কচুরিপানা দ্বারা পূর্ণ, সেসব জলাধারসমূহে কচুরিপানা অপসারণ করে ব্যবহার উপযোগী করার যে মহান উদ্যোগ জেলা প্রশাসক গ্রহণ করেছেন সে উদ্যোগের ধারাবাহিকতায় সালথা উপজেলায় একটি পুকুর পরিষ্কার করা হয়েছে। ধীরে ধীরে সকল জলাধারসমূহ পরিষ্কার করা হবে। এ কাজ স্বেচ্ছা শ্রমের মাধ্যমে করা হবে। সালথা উপজেলার যে সকল নাগরিক এ কাজে যুক্ত হতে চান তাদেরকে স্বাগত জানায়।