রাজবাড়ীর জৌকুড়ায় বালু চাপায় তিন শ্রমিকের মৃত্যু
- আপডেট সময় : ০১:৫৯:১৪ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩ ২০০ বার পঠিত
রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের জৌকুড়া এলাকায় ১০ চাকার ট্রাকে বালু বোঝাই করতে গিয়ে বালুর ধ্বসে চাপা পড়ে তিন জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত ১১টার দিকে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন জৌকুড়া বাজার ও ফেরি ঘাট সংলগ্ন হান্নান শেখের মালিকানাধীন লিখন এন্টারপ্রাইজ নামে বালুর চাতালে ১০চাকার একটি ট্রাকে বালু লোডের কাজ চলছিল।
এসময় আকষ্মিক ভাবে ভেকু দিয়ে বালু লোডের সময় ভেকু সহ বালুর ঢিবি ধ্বসে পড়ে ট্রাকের উপর।
এতে মিজানপুর ইউনিয়নের দয়ালনগর গ্রামের ও জৌকুড়া এলাকার বালুর চাতাল মালিকের বড় ভাই ৫০ বছর বয়সী আব্দুর রহিম,জৌকুড়া গ্রামের গেদা শেখের ছেলে ভেকুর হেলপার মারুফ শেখ, মৃত আরেকজন কুষ্টিয়া জেলার মিরপুর এলাকার মোহাম্মদ আলী সরদারের ছেলে ট্রাকের হেলপার ইমরান সরদার।
এদের সবাইকে স্থানীয়রা রাজবাড়ী সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করে।
এরা সবাই বালু পরিবহন শ্রমিকের কাজ করত।
স্থানীয় বেশ কয়েকজন সাধারণ মানুষ জানান,রাস্তার পাশেই বড় বড় বালুর ঢিবি ও চাতাল রয়েছে।এখানকার প্রভাবশালীরা এই বালু ব্যবসার সাথে জড়িত। কোন ধরনের নিয়মনীতি না মেনে তারা দীর্ঘদিন ধরে বালুর ব্যবসা করে আসছে রাস্তা সংলগ্ন স্থানে।
এ এলাকায় শতাধিক বালুর চাতাল রয়েছে যেগুলো অনেক উচু করে বালুর খামাল দেওয়া হয়েছে যা রাস্তায় চলাচলকারীদের জন্য খুবই ঝুকিপূর্ণ।প্রশাসনের উচিত এ চাতালগুলো রাস্তার পাশ থেকে দুরে সরিয়ে দেওয়া।তা না হলে আরো বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।
রাজবাড়ী থানার ওসি (তদন্ত) মোঃ এসরাকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন এবং রাতেই ঘটনা স্থলে প্রশাসনের কর্মকর্তারা গিয়েছিলেন। ঘটনা তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ গ্রহন করা হবে বলে জানান তিনি।