ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পত্রিকার প্রকাশের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি দৈনিক রাজবাড়ী কন্ঠের প্রকাশকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পাইকগাছায় দু’পক্ষের বিরোধ ঠেকাতে তৃতীয় পক্ষের ৩জন গুরুতর জখম রাজবাড়ীতে শিক্ষকদের লাঞ্চিতের প্রতিবাদে মানববন্ধন গোয়ালন্দ পাক দরবার শরিফ নিয়ে গুজব ছড়ানো সংবাদের প্রতিবাদ প্রথমবারের মতো সেনাসদর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংসদ থেকে যত টাকা খোয়া গেছে আশুলিয়ায় ধর্ষকের গ্রেপ্তার ও বিচারের দাবীতে ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন দৌলতদিয়া- পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনায় ৭ জেলে নিখোঁজ 

রাজবাড়ীতে শুভ মহানবমী উদযাপন

ইমরান হোসেন মনিম-রাজবাড়ী:
  • আপডেট সময় : ০৫:০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩ ১৪৮ বার পঠিত

রাজবাড়ীতে পূজা মন্ডপগুলোতে হিন্দু ধর্মের আজ মহানবমী উদযাপিত হচ্ছে।চন্ডিপূজার ঘর বিসর্জন ও বেলতলা পূজার ঘর বিসর্জনের মধ্য দিয়ে আজ মহা নবমী পূজার সমাপ্তি হবে।

মায়ের কাছে কারো কোন ভেদা ভেদ নেই এজন্য এই মা হলো সার্বজনীন।জাতী,ধর্ম, বর্ণ গোষ্ঠি সকল ক্ষেত্রেই এই মা সার্বজনীন। মায়ের কোন ভাগ হয়না।সমগ্র জাতীর মঙ্গল কামনায় মা আসেন,আবার মা সমগ্র মানুষের দুঃখ কষ্ঠ বিসর্জন দিয়ে মা’ ফিরে যান। এবার মা আসবেন ঘটকে যাবেন ও ঘটকে।সব অনিষ্ট দূর হবে মা’য়ের আগমনে।


নবমী পূজার নানা আচার পালন করতে আসা ভক্ত কেয়া রানী প্রামানিক জানান,মা’য়ের এই ঘটকে আসা ও ঘটকে যাওয়ায় কিছু অনিষ্টের আভাড থাকলেও তারা সবকিছুকে উত্তোরন ঘটিয়ে সমস্ত দুর্গম পথ পাড়ি দিতে পারবেন।দুর্গম কিছুকে অর্তিক্রম করেই মা’ দুর্গা আসে।আগামী কাল বিজয়া দশমীতে মা’কে বিসর্জন দিয়ে শেষ হবে হিন্দু ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় উৎসব দূর্গা পূজার সকল আচার।

রাজবাড়ী হরিতলা সার্বজনীন দুর্গা মন্দিরের পুরোহিত শ্রী সৌরভ চক্রবর্তী বলেন, এই নবমী পূজার বির্সজনে সকল জীবের মঙ্গল কামনা করা হয়।সকল জীবের মঙ্গল হোক ও কল্যান হোক,কেউ যেন দুঃখ ভোগ না করে,সবাই যেন সুখে থাকে সেই প্রার্থনা মায়ের শ্রীচরণে জানান তিনি।

ট্যাগস :

রাজবাড়ীতে শুভ মহানবমী উদযাপন

আপডেট সময় : ০৫:০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩

রাজবাড়ীতে পূজা মন্ডপগুলোতে হিন্দু ধর্মের আজ মহানবমী উদযাপিত হচ্ছে।চন্ডিপূজার ঘর বিসর্জন ও বেলতলা পূজার ঘর বিসর্জনের মধ্য দিয়ে আজ মহা নবমী পূজার সমাপ্তি হবে।

মায়ের কাছে কারো কোন ভেদা ভেদ নেই এজন্য এই মা হলো সার্বজনীন।জাতী,ধর্ম, বর্ণ গোষ্ঠি সকল ক্ষেত্রেই এই মা সার্বজনীন। মায়ের কোন ভাগ হয়না।সমগ্র জাতীর মঙ্গল কামনায় মা আসেন,আবার মা সমগ্র মানুষের দুঃখ কষ্ঠ বিসর্জন দিয়ে মা’ ফিরে যান। এবার মা আসবেন ঘটকে যাবেন ও ঘটকে।সব অনিষ্ট দূর হবে মা’য়ের আগমনে।


নবমী পূজার নানা আচার পালন করতে আসা ভক্ত কেয়া রানী প্রামানিক জানান,মা’য়ের এই ঘটকে আসা ও ঘটকে যাওয়ায় কিছু অনিষ্টের আভাড থাকলেও তারা সবকিছুকে উত্তোরন ঘটিয়ে সমস্ত দুর্গম পথ পাড়ি দিতে পারবেন।দুর্গম কিছুকে অর্তিক্রম করেই মা’ দুর্গা আসে।আগামী কাল বিজয়া দশমীতে মা’কে বিসর্জন দিয়ে শেষ হবে হিন্দু ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় উৎসব দূর্গা পূজার সকল আচার।

রাজবাড়ী হরিতলা সার্বজনীন দুর্গা মন্দিরের পুরোহিত শ্রী সৌরভ চক্রবর্তী বলেন, এই নবমী পূজার বির্সজনে সকল জীবের মঙ্গল কামনা করা হয়।সকল জীবের মঙ্গল হোক ও কল্যান হোক,কেউ যেন দুঃখ ভোগ না করে,সবাই যেন সুখে থাকে সেই প্রার্থনা মায়ের শ্রীচরণে জানান তিনি।