ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পত্রিকার প্রকাশের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি দৈনিক রাজবাড়ী কন্ঠের প্রকাশকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পাইকগাছায় দু’পক্ষের বিরোধ ঠেকাতে তৃতীয় পক্ষের ৩জন গুরুতর জখম রাজবাড়ীতে শিক্ষকদের লাঞ্চিতের প্রতিবাদে মানববন্ধন গোয়ালন্দ পাক দরবার শরিফ নিয়ে গুজব ছড়ানো সংবাদের প্রতিবাদ প্রথমবারের মতো সেনাসদর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংসদ থেকে যত টাকা খোয়া গেছে আশুলিয়ায় ধর্ষকের গ্রেপ্তার ও বিচারের দাবীতে ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন দৌলতদিয়া- পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনায় ৭ জেলে নিখোঁজ 

রংপুরে যুবলীগ নেতার ওপর হামলাকারীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ

শিল্পী আক্তার-রংপুর:
  • আপডেট সময় : ১১:০৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩ ৮০ বার পঠিত

রংপুর নগরীর ১৫নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোক্তারুল ইসলামের (৩৩) ওপর হামলাকারীদের গ্রেফতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সংগঠনের নেতাকর্মীসহ এলাকাবাসী।

শুক্রবার (১৮ আগস্ট) বিকেল ৪টার দিকে নগরীর মর্ডান মোড়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বিক্ষুদ্ধরা।

এসময় বক্তারা অভিযোগ করে বলেন, এলাকায় পূর্বশক্রতার জের ধরে গত ১০ আগস্ট (বৃহস্পতিবার) মধ্যরাতে নগরীর মডার্ন মোড় এলাকায় স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা মিলন, ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাব্বী হাসানসহ ১০-১২ জন যুবলীগ নেতা মোক্তারুল ইসলাম বাবুর ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। পরে আশঙ্কাজনক অবস্থায় বাবুকে ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়। এ ঘটনায় ৮ দিন পার হলেও প্রকৃত আসামিদের গ্রেফতার করা হয়নি। এ পরিস্থিতিতে মানুষের মনে ক্ষোভ বাড়ছে, এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে। দ্রুত আসামিদের গ্রেফতারে দাবি জানান বক্তারা।

এসময় বক্তব্য রাখেন, হামলার শিকার বাবুর বাবা হাফিজুর রহমান মোল্লা, ভাই মেহেদী হাসান রাব্বী, বাবু রায়, মাহামুদ হাসান নাঈম, ওহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, লিটন মিয়া প্রমুখ। বিক্ষোভে স্থানীয় এলাকাবাসী ছাড়াও ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেন।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন আলী জানান, হামলার ওই ঘটনায় আহত বাবুব বাবা হাফিজার রহমান বাদী হয়ে মামলা করেছেন। মামলায় চারজনের নাম উল্লেখসহ ও অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

ট্যাগস :

রংপুরে যুবলীগ নেতার ওপর হামলাকারীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ

আপডেট সময় : ১১:০৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩

রংপুর নগরীর ১৫নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোক্তারুল ইসলামের (৩৩) ওপর হামলাকারীদের গ্রেফতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সংগঠনের নেতাকর্মীসহ এলাকাবাসী।

শুক্রবার (১৮ আগস্ট) বিকেল ৪টার দিকে নগরীর মর্ডান মোড়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বিক্ষুদ্ধরা।

এসময় বক্তারা অভিযোগ করে বলেন, এলাকায় পূর্বশক্রতার জের ধরে গত ১০ আগস্ট (বৃহস্পতিবার) মধ্যরাতে নগরীর মডার্ন মোড় এলাকায় স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা মিলন, ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাব্বী হাসানসহ ১০-১২ জন যুবলীগ নেতা মোক্তারুল ইসলাম বাবুর ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। পরে আশঙ্কাজনক অবস্থায় বাবুকে ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়। এ ঘটনায় ৮ দিন পার হলেও প্রকৃত আসামিদের গ্রেফতার করা হয়নি। এ পরিস্থিতিতে মানুষের মনে ক্ষোভ বাড়ছে, এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে। দ্রুত আসামিদের গ্রেফতারে দাবি জানান বক্তারা।

এসময় বক্তব্য রাখেন, হামলার শিকার বাবুর বাবা হাফিজুর রহমান মোল্লা, ভাই মেহেদী হাসান রাব্বী, বাবু রায়, মাহামুদ হাসান নাঈম, ওহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, লিটন মিয়া প্রমুখ। বিক্ষোভে স্থানীয় এলাকাবাসী ছাড়াও ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেন।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন আলী জানান, হামলার ওই ঘটনায় আহত বাবুব বাবা হাফিজার রহমান বাদী হয়ে মামলা করেছেন। মামলায় চারজনের নাম উল্লেখসহ ও অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।