সংবাদ শিরোনাম ::
মিরসরাইয়ে অ’বি’স্ফো’রি’ত একটি গ্রে’নে’ড উদ্ধার
মো: নাজমুল ইসলাম শামীম - মিরসরাই( চট্টগ্রাম) :
- আপডেট সময় : ১১:২৩:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪ ১১৯ বার পঠিত
মিরসরাইয়ে অ’বি’স্ফো’রি’ত একটি গ্রে’নে’ড উদ্ধার, গ্রে’নে’ড’টি দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দেন তানভীর নামে এক তরুণ। পরে জোরারগঞ্জ থানা পুলিশ ও বোম্ব ডিসপোজাল ইউনিট এসে এটির বি’স্ফো’র’ন ঘটায়।আজ রোববার হিঙ্গুলী ইউনিয়নের গনকছরা গ্রামে আদি মোহনের বাড়িতে এই ঘটনা ঘটে। এর আগে মঙ্গলবার একই ইউনিয়নের আজমনগর গ্রামে এক মুক্তিযোদ্ধার কবর খুঁড়তে গিয়ে মাটির নিচে একটি গ্রে’নে’ড পাওয়া যায়।
গনকছরা এলাকার বাসিন্দা তানভীর হোসেন জানান, আমার বাড়ির পাশে পানি যাওয়ার পথে একটি লোহার মধ্যে মরিচা পড়া বস্তু দেখতে পাই। দেখতে অনেকটা আজমনগর এলাকায় পাওয়া গ্রে’নে’ডে’র মতো হওয়ায় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিলে জোরারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট এসে বি’স্ফো’র’ন ঘটায়।