মিঠাপুকুর উপজেলা প্রশাসনের আয়োজনে যাথাযথ মর্যাদায় বঙ্গবন্ধুকে স্মরণ
- আপডেট সময় : ১০:৩১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩ ৯৬ বার পঠিত
মিঠাপুকুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এসময় বঙ্গবন্ধুর জীবন এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং জাতির জনকের তাৎপর্য গভীর ভাবে স্মরণ করে যারা নৃশংস এই হত্যাকান্ড ঘটিয়েছে তাদের বিদেশে থেকে ফিরিয়ে নিয়ে এসে ফাঁসির দন্ড কার্যকরের আবেদন জানানো হয়।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৯টায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন স্হানীয় সংসদ সদস্য এইচএন- আশিকুর রহমান,উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন সরকার,উপজেলা নির্বাহী অফিসার-রকিবুল হাসান, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা সহ সামাজিক, রাজনৈতিক এবং বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
পরে মিঠাপুকুর উপজেলা পরিষদের নবনির্মিত হলরুমে বঙ্গবন্ধুর ৪৮-তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন ছাত্রছাত্রীদের মাঝে সংখিপ্ত বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, এইচ-এন- আশিকুর রহমান, মিঠাপুকুর উপজেলা পরিষদের চেয়ারম্যান-জাকির হোসেন সরকার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রকিবুল হাসান। আলোচনা সভা শেষে শিশু কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ শেষে মিঠাপুকুর উপজেলা মডেল মসজিদে ১৫ আগষ্টে নিহত বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল সদস্যের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।