ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপাচার্য নিয়োগের দাবিতে ইবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট সংস্কার সাতক্ষীরা উপকূলে বিশ্ব জলবায়ু ধর্মঘট কর্মসূচী পালিত বালিয়াকান্দিতে এ্যাসেডের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচী পালিত ভোলা প্রেসক্লাবে গনমাধ্যম কর্মীদের সাথে বরিশাল রেঞ্জ ডিআইজি মত বিনিময়  আত্রাইয়ে মহিলাদের আত্মকর্মসংস্থানে ক্ষুদ্র ঋণ বিতরণ নাগেশ্বরী উপজেলা বেসরকারি শিক্ষক কর্মচারী সমন্বয় পরিষদের কমিটি গঠন পত্রিকার প্রকাশের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি দৈনিক রাজবাড়ী কন্ঠের প্রকাশকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পাইকগাছায় দু’পক্ষের বিরোধ ঠেকাতে তৃতীয় পক্ষের ৩জন গুরুতর জখম

মায়ের অগোচরে বিক্রিত নবজাতক শিশু ছেলে উদ্ধার রংপুর মেট্রোপলিটন পুলিশ কর্তৃক

শিল্পী আক্তার- রংপুর ব্যুরো:
  • আপডেট সময় : ১০:০৫:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪ ১৬৭ বার পঠিত

রংপুর গত১৩ জানুয়ারি আরপিএমপি কোতয়ালী থানাধীন কেন্দ্রীয় বাসটার্মিনাল সংলগ্নশাপলা রোডস্থ হলিক্রিসেন্ট হসপিটলের ২০২নং রুমে প্রসব বেদনা নিয়ে মোছাঃ লাবনী(২২), স্বামী-ওয়াসিম আকরাম, সাং-বুড়ারঘাট, থানা-কোতয়ালী, জেলা-রংপুর ভর্তি হন এবং রাত্রী অনুমান ০১:০০ ঘটিকার সময় উক্ত লাবনী সিজারের মাধ্যমে একটি নবাজাতক শিশুর(ছেলে) জন্ম দেন।

ক্লিনিকের বিল পরিশোধে ব্যর্থতার অজুহাত এবং অসহায়ত্বকে কাজে লাগিয়ে উক্ত সদ্যোজাত শিশুকে গত ১৭/০১/২০২৪ খ্রি. সকাল বেলায় প্রসুতি মায়ের অগোচরে উক্ত হাসপাতালের পরিচালক এমএস রহমান রনি তার পূর্ব পরিচিত মোছাঃ জেরিনা আক্তার বিথী ও মোঃ রুবেল হোসেন রতনের নিকট বাদীনির স্বামী মোঃ ওয়াসিম আকরাম এর সহায়তায় ৪০,০০০/-(চল্লিশ হাজার) টাকায় বিক্রি করে দেন।
পরবর্তীতে লাবনী অত্র থানায় অভিযোগ দায়ের করলে কোতয়ালী থানা পুলিশ দীর্ঘ অভিযান পরিচালনা করে গতকাল ২১/০১/২০২৪ইং পীরজাবাদ এলাকা হতে নবজাতক শিশু(ছেলে) কে উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত ১। মোঃ রুবেল হোসেন রতন(৩০) পিতা-সামসুল ইসলাম, মাতা-রোকেয়া বেগম, সাং-মধ্য পীরজাবাদ ২। এমএস রহমান রনি(৫৮) পিতা-মৃত নজির উদ্দিন সরকার, মাতা-মৃত হাসিতন নেছা, সাং-কামারপাড়া বাবুখাঁ, ৩। মোছাঃ জেরিনা আক্তার বিথী(৩০), স্বামী-মোঃ রুবেল হোসেন রতন, সাং-মধ্য পীরজাবাদ, সকলের থানা-কোতয়ালী, মহানগর রংপুর দেরকে আটক করা হয়। এই বিষয়ে লাবণী আক্তারের অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু প্রক্রিয়াধীন

ট্যাগস :

মায়ের অগোচরে বিক্রিত নবজাতক শিশু ছেলে উদ্ধার রংপুর মেট্রোপলিটন পুলিশ কর্তৃক

আপডেট সময় : ১০:০৫:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪

রংপুর গত১৩ জানুয়ারি আরপিএমপি কোতয়ালী থানাধীন কেন্দ্রীয় বাসটার্মিনাল সংলগ্নশাপলা রোডস্থ হলিক্রিসেন্ট হসপিটলের ২০২নং রুমে প্রসব বেদনা নিয়ে মোছাঃ লাবনী(২২), স্বামী-ওয়াসিম আকরাম, সাং-বুড়ারঘাট, থানা-কোতয়ালী, জেলা-রংপুর ভর্তি হন এবং রাত্রী অনুমান ০১:০০ ঘটিকার সময় উক্ত লাবনী সিজারের মাধ্যমে একটি নবাজাতক শিশুর(ছেলে) জন্ম দেন।

ক্লিনিকের বিল পরিশোধে ব্যর্থতার অজুহাত এবং অসহায়ত্বকে কাজে লাগিয়ে উক্ত সদ্যোজাত শিশুকে গত ১৭/০১/২০২৪ খ্রি. সকাল বেলায় প্রসুতি মায়ের অগোচরে উক্ত হাসপাতালের পরিচালক এমএস রহমান রনি তার পূর্ব পরিচিত মোছাঃ জেরিনা আক্তার বিথী ও মোঃ রুবেল হোসেন রতনের নিকট বাদীনির স্বামী মোঃ ওয়াসিম আকরাম এর সহায়তায় ৪০,০০০/-(চল্লিশ হাজার) টাকায় বিক্রি করে দেন।
পরবর্তীতে লাবনী অত্র থানায় অভিযোগ দায়ের করলে কোতয়ালী থানা পুলিশ দীর্ঘ অভিযান পরিচালনা করে গতকাল ২১/০১/২০২৪ইং পীরজাবাদ এলাকা হতে নবজাতক শিশু(ছেলে) কে উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত ১। মোঃ রুবেল হোসেন রতন(৩০) পিতা-সামসুল ইসলাম, মাতা-রোকেয়া বেগম, সাং-মধ্য পীরজাবাদ ২। এমএস রহমান রনি(৫৮) পিতা-মৃত নজির উদ্দিন সরকার, মাতা-মৃত হাসিতন নেছা, সাং-কামারপাড়া বাবুখাঁ, ৩। মোছাঃ জেরিনা আক্তার বিথী(৩০), স্বামী-মোঃ রুবেল হোসেন রতন, সাং-মধ্য পীরজাবাদ, সকলের থানা-কোতয়ালী, মহানগর রংপুর দেরকে আটক করা হয়। এই বিষয়ে লাবণী আক্তারের অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু প্রক্রিয়াধীন