ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট সংস্কার সাতক্ষীরা উপকূলে বিশ্ব জলবায়ু ধর্মঘট কর্মসূচী পালিত বালিয়াকান্দিতে এ্যাসেডের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচী পালিত ভোলা প্রেসক্লাবে গনমাধ্যম কর্মীদের সাথে বরিশাল রেঞ্জ ডিআইজি মত বিনিময়  আত্রাইয়ে মহিলাদের আত্মকর্মসংস্থানে ক্ষুদ্র ঋণ বিতরণ নাগেশ্বরী উপজেলা বেসরকারি শিক্ষক কর্মচারী সমন্বয় পরিষদের কমিটি গঠন পত্রিকার প্রকাশের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি দৈনিক রাজবাড়ী কন্ঠের প্রকাশকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পাইকগাছায় দু’পক্ষের বিরোধ ঠেকাতে তৃতীয় পক্ষের ৩জন গুরুতর জখম রাজবাড়ীতে শিক্ষকদের লাঞ্চিতের প্রতিবাদে মানববন্ধন

মামলা করেও জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত কাজর হালদার

সৈকত মন্ডল-বাগেরহাট:
  • আপডেট সময় : ০৪:১৬:০৬ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩ ২৯৬ বার পঠিত

প্রতিপক্ষের ক্রমাগত হুমকিতে জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত কাজল কুমার হালদার।তাকে নিয়মিত ভাবে হুমকি দেয়া হচ্ছে। জীবনের চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে এমনটির অভিযোগ জানালেন কাজল।

বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার হোগলাপাশা গ্রামের রঞ্জন কুমার হালদারের পুত্র কাজল কুমার হালদার (২৫)।

সোমবার সকালে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে বিছানায় শুয়ে শুয়ে এমনটির অভিযোগ করে তিনি বলেন, আমি আমার পৈত্রিক জমিজমা দেখাশুনা ও ভোগদখল করছি। আমার পিতার অর্বতমানে, আমা্র জ্যাঠা (বড় কাকা) সজন হালদার আমার পৈত্রিক জমিজমা গোপনে রের্কড করিয়া নেয়।

এ ঘটনায় আমার দাদু ফরিন্দ্র নাথ বাদী হয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। আমার দাদুর মৃত্যুান্তে উক্ত মামলাটি আমি পরিচালনা করি বিধায়, আমি যাতে মামলাটি পরিচালনা না করি এ নিয়ে আমার বড় কাকা, ছোট কাকা বিভিন্ন রকম হুমকি দেয় এমনকি আমাকে খুন-জখম করার পরিকল্পনা করে।

উক্ত জমিজমা সংক্রান্তে পুর্ব শত্রুতার জের ধরে গত ১৩ জুলাই সন্ধার দিকে আমি স্থানীয় বাধাল বাজার থেকে বাড়ী ফেরার পথে স্থানীয় হরেকৃঞ্চ রায়ের বাড়ির সামনে পৌছালে পুর্ব পরিকল্পনা অনুযায়ী আমার জ্যাঠার পুত্র উজ্জল হালদারের নেতৃত্বে এলাকার চিহ্নিত ভারাটিয়া সন্ত্রাসী আমার পথরোধ করে হামলা করে। জীবন বাঁচাতে দৌড়ে প্রতিবেশী মানিক হালদারের ঘরে যেতে গেলে,মানিক হালদারের ঘরের দরজার সামনে উক্ত উজ্জল ও তার ভারাটিয়া সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে আমার উপর হামলা চালায়। হামলাকরীরা আমাকে মৃত্য ভেবে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সন্ত্রাসীদের হামলায় আমার দুই পা ভেঙ্গে যায়, হাতসহ তাদের এলোপাথরী কোপে গুরুতর জখম হই। যে কারনে এখনও আমি বিছানা থেকে উঠতে পারি না। কবে আমার পা ভাল হবে, ভাল ভাবে হাটটে পারবো আমি জানি না।

সন্ত্রাসীদের হামলার ঘটনায় আমার জ্যাঠাতে ভাই উজ্জল হালদার প্রধান করে ও তার ভারাটিয়াদের নামে আমি বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করি। মামলা দায়েরের পর আসামীরা জামিনে এসে আমাকে অব্যাহতভাবে বিভিন্ন প্রকার হুমকি দিচ্ছে।

তাদের ক্রমাগত হুমকিতে জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত আমি। চরম নিরাপত্তাহীনতায় দিন ও রাত পার করছি । আমি তো চলতে পারি না। বিছানায় শুয়ে বসে কাটাই। এমনকি দিনেও ঘরের দরজা দিয়ে রাখি।

কা্জল কুমার হালদার বলেন, সরকারের কাছে আবেদন “আমি আমার জানের নিরাপত্তা চাই”। আমার জীবনের নিরাপত্তার সরকার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

মামলা করেও জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত কাজর হালদার

আপডেট সময় : ০৪:১৬:০৬ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩

প্রতিপক্ষের ক্রমাগত হুমকিতে জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত কাজল কুমার হালদার।তাকে নিয়মিত ভাবে হুমকি দেয়া হচ্ছে। জীবনের চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে এমনটির অভিযোগ জানালেন কাজল।

বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার হোগলাপাশা গ্রামের রঞ্জন কুমার হালদারের পুত্র কাজল কুমার হালদার (২৫)।

সোমবার সকালে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে বিছানায় শুয়ে শুয়ে এমনটির অভিযোগ করে তিনি বলেন, আমি আমার পৈত্রিক জমিজমা দেখাশুনা ও ভোগদখল করছি। আমার পিতার অর্বতমানে, আমা্র জ্যাঠা (বড় কাকা) সজন হালদার আমার পৈত্রিক জমিজমা গোপনে রের্কড করিয়া নেয়।

এ ঘটনায় আমার দাদু ফরিন্দ্র নাথ বাদী হয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। আমার দাদুর মৃত্যুান্তে উক্ত মামলাটি আমি পরিচালনা করি বিধায়, আমি যাতে মামলাটি পরিচালনা না করি এ নিয়ে আমার বড় কাকা, ছোট কাকা বিভিন্ন রকম হুমকি দেয় এমনকি আমাকে খুন-জখম করার পরিকল্পনা করে।

উক্ত জমিজমা সংক্রান্তে পুর্ব শত্রুতার জের ধরে গত ১৩ জুলাই সন্ধার দিকে আমি স্থানীয় বাধাল বাজার থেকে বাড়ী ফেরার পথে স্থানীয় হরেকৃঞ্চ রায়ের বাড়ির সামনে পৌছালে পুর্ব পরিকল্পনা অনুযায়ী আমার জ্যাঠার পুত্র উজ্জল হালদারের নেতৃত্বে এলাকার চিহ্নিত ভারাটিয়া সন্ত্রাসী আমার পথরোধ করে হামলা করে। জীবন বাঁচাতে দৌড়ে প্রতিবেশী মানিক হালদারের ঘরে যেতে গেলে,মানিক হালদারের ঘরের দরজার সামনে উক্ত উজ্জল ও তার ভারাটিয়া সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে আমার উপর হামলা চালায়। হামলাকরীরা আমাকে মৃত্য ভেবে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সন্ত্রাসীদের হামলায় আমার দুই পা ভেঙ্গে যায়, হাতসহ তাদের এলোপাথরী কোপে গুরুতর জখম হই। যে কারনে এখনও আমি বিছানা থেকে উঠতে পারি না। কবে আমার পা ভাল হবে, ভাল ভাবে হাটটে পারবো আমি জানি না।

সন্ত্রাসীদের হামলার ঘটনায় আমার জ্যাঠাতে ভাই উজ্জল হালদার প্রধান করে ও তার ভারাটিয়াদের নামে আমি বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করি। মামলা দায়েরের পর আসামীরা জামিনে এসে আমাকে অব্যাহতভাবে বিভিন্ন প্রকার হুমকি দিচ্ছে।

তাদের ক্রমাগত হুমকিতে জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত আমি। চরম নিরাপত্তাহীনতায় দিন ও রাত পার করছি । আমি তো চলতে পারি না। বিছানায় শুয়ে বসে কাটাই। এমনকি দিনেও ঘরের দরজা দিয়ে রাখি।

কা্জল কুমার হালদার বলেন, সরকারের কাছে আবেদন “আমি আমার জানের নিরাপত্তা চাই”। আমার জীবনের নিরাপত্তার সরকার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।