বিএনপি-জামাতের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মাটিরাঙ্গায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ০৭:১১:১৩ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩ ৯৩ বার পঠিত
ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসুচীর নামে বিএনপি-জামাতের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মাটিরাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
রোববার (৩০ জুলাই) বিকালের দিকে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিন করে মাটিরাঙ্গায় পৌরভবন হয়ে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে দলীয় কার্যালয়ের সামনে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরনজয় ত্রিপুরা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর মো. নুরুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের সহসভাপতি মো. শওকত আকবর, মাটিরাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মো. কামরুল ইসলাম, মাটিরাঙ্গা পৌর যুবলীগের সাধারন সম্পাদক মো. আলাউদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তছলিম উদ্দিন রুবেল ও মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগের সভাপতি মো. আব্দুর রাজ্জাক প্রমুখ বক্তব্য রাখেন।
বিএনপি-জামায়াতের হত্যা, নৈরাজ্য আর অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, বাংলাদেশে এধরনের সন্ত্রাসী কার্যক্রমের পুনরাবৃত্তি করতে দেয়া হবেনা। তারা বলেন, আমরা শান্তি চাই, দেশের মানুষ ভালো থাকুক সেটাই চাই। অগ্নিসন্ত্রাসীদের অপরাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা।
বিক্ষোভ-মিছিল ও সমাবেশে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন ভুইয়া, দপ্তর সম্পাদক ও পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী, মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সভাপতি মো. হারুনুর রশীদ ফরাজী, মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর মো. আলাউদ্দিন লিটন, বেলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রহমত উল্লাহ, আমতলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও আমতলী ইউপি চেয়ারম্যান মো. আব্দুল গনি, বড়নাল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. ইউনুছ মিয়া, সাধারন সম্পাদক ও বড়নাল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ, তাইন্দং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. নাছির উদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মো. জহিরুল ইসলাম খন্দকার এবং মাটিরাঙ্গা পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর মো. শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।