বালিয়াকান্দিতে উপজেলা পর্যায়ে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
- আপডেট সময় : ০৬:০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ ১৩ বার পঠিত
রাজবাড়ীর বালিয়াকান্দিতে “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্যে উপজেলা পর্যায়ে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর)সকালে সমন্বিত প্রমীলা মুক্তি প্রচেষ্টার আয়োজনে ৭ দিন ব্যাপী এ প্রশিক্ষণ কোর্সের ব্যবস্থা করা হয়।
বালিয়াকান্দি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোস্তাফিজুর রহমান।
সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকতা এস,এম, খায়রুল আলমের সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ সিদ্দিকুর রহমান ভারপ্রাপ্ত অধ্যাক্ষ( অবঃ) মীর মশাররফ হোসেন কলেজ সোনাপুর, জনাব মোঃ মোকাররম হোসেন, নির্বাহী পরিচালক, সমন্বিত প্রমীলা মুক্তি প্রচেষ্টা, অলংকারপুর।
এসময় আরও উপস্থিত ছিলেন ,দৈনিক তৃতীয় মাত্রা ও দৈনিক রাজবাড়ী কন্ঠেের বালিয়াকান্দি প্রতিনিধি সোহেল খান, ডেইলি পোস্টের রাজবাড়ী প্রতিনিধি আক্কাস আলী খান প্রমূখ।
প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক বলেন, গ্রামীণ ৩০ জন যুব মহিলাদের অংশগ্রহণে ৭ দিন ব্যাপী পোষাক তৈরি, নকশিকাঁথা এবং ব্লক ও বাটিক প্রিন্টিং কাজের উপর প্রশিক্ষণ দিয়ে তাদেরকে স্বাবলম্বী হিসাবে গড়ে তোলায় আমাদের উদ্দেশ্য। আশা করি এ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে বাস্তবে তারা স্বাবলম্বী হবে।
৭ দিন ব্যাপী এ প্রশিক্ষণের বাস্তবায়ন ও সার্বিক সহযোগিতায় রয়েছে বালিয়াকান্দি যুব উন্নয়ন অধিদপ্তর, রাজবাড়ী।