ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আত্রাইয়ে মহিলাদের আত্মকর্মসংস্থানে ক্ষুদ্র ঋণ বিতরণ নাগেশ্বরী উপজেলা বেসরকারি শিক্ষক কর্মচারী সমন্বয় পরিষদের কমিটি গঠন পত্রিকার প্রকাশের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি দৈনিক রাজবাড়ী কন্ঠের প্রকাশকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পাইকগাছায় দু’পক্ষের বিরোধ ঠেকাতে তৃতীয় পক্ষের ৩জন গুরুতর জখম রাজবাড়ীতে শিক্ষকদের লাঞ্চিতের প্রতিবাদে মানববন্ধন গোয়ালন্দ পাক দরবার শরিফ নিয়ে গুজব ছড়ানো সংবাদের প্রতিবাদ প্রথমবারের মতো সেনাসদর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংসদ থেকে যত টাকা খোয়া গেছে আশুলিয়ায় ধর্ষকের গ্রেপ্তার ও বিচারের দাবীতে ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন

বরখাস্তকৃত চেয়ারম্যানের বিরুদ্ধে এবার টিসিবি’র পণ্য আত্মসাতের অভিযোগ-

রফিকুল ইসলাম রনজু- কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ১১:০৪:২৩ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩ ১৭৫ বার পঠিত

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় থেতরাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, আতাউর রহমান আতা সাময়িক বরখাস্ত হওয়ার পর, এবার তার বিরুদ্ধে টিসিবি’র পণ্য আত্মসাতের অভিযোগ উঠেছে।

থেতরাই ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে টিসিবি’র পণ্য না পাওয়া ৪০ কার্ডধারী উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন বলে জানা গেছে।
অভিযোগ সুত্রে জানা যায়, দু’ দফা টিসিবি’র পণ্য বিতরণের মাইকিং শুনে গত ২৫ সেপ্টেম্বর ও ২৬ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদ চত্বরে যান কার্ডধারীরা। কিন্তু ওই দুই দিনই মাল আসে নাই বলে তাদের ফিরিয়ে দেয়া হয়। পরবর্তীতে চেয়ারম্যান আতাউর রহমান ২৭ সেপ্টেম্বর মাল বিতরণ করার ঘোষণা দিলে কার্ডধারীরা আবারো ইউনিয়ন পরিষদ চত্বরে জড়ো হন। ঐদিন চেয়ারম্যান মো: আতাউর রহমান আতা তাদের বলেন, সরকার সেপ্টেম্বর মাসের পণ্য প্রদান করেনি, এজন্য তাদেরকে টিসিবি’র পণ্য দেয়া সম্ভব হচ্ছে না। একথা শোনার পর কার্ডধারীরা ফিরে যান।

এরপর কার্ডধারীগন নির্দিষ্ট ডিলারের নিকট খোঁজ নিয়ে জানতে পারেন চেয়ারম্যান স্বাক্ষর দিয়ে টিসিবি’র পণ্য তার কাছ থেকে বুঝিয়ে নিয়েছেন।

এরই প্রেক্ষিতে (১ অক্টোবর) রোববার টিসিবি’র পণ্য না পাওয়া ৪০ জন ভুক্তভোগী ওই চেয়ারম্যানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করেন। এ ঘটনায় এলাকায় তোলপাড় চলছে।

এদিকে গত ২৭ সেপ্টেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে থেতরাই ইউনিয়নের ওই চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করে ওয়েব সাইটে প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জেলার উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান আতার বিরুদ্ধে জিআর মামলা ৩৩২/২২ এর দন্ডবিধির ৪৪৭/৪৪৮/৩৫৩/৩৩২ ধারায় বিজ্ঞ আদালত তার অপরাধ আমলে নিয়েছেন এবং ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী কুড়িগ্রাম জেলা প্রশাসক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের সুপারিশ করেছেন।

সেহেতু কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান আতা কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় তাকে সাময়িক বরখাস্ত করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ওই আদেশে উল্লেখ করা হয়। থেতরাই ইউনিয়ন পরিষদের সাময়িক বরখাস্ত কৃত চেয়ারম্যান আতাউর রহমানের সাথে সাংবাদিকদের মুঠো ফোনে কথা হলে তিনি জানান, আমার বিরুদ্ধে টিসিবি’র পণ্য আত্মসাৎ এর অভিযোগের বিষয়টি আমার জানা নেই। আর টিসিবি’র পণ্যের সাথে আমার কোন সংশ্লিষ্টতা নেই,এটা ষড়যন্ত্রের অংশ বলে তিনি জানান।
এ ব্যাপারে উলিপুর উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসার সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি ।

ট্যাগস :

বরখাস্তকৃত চেয়ারম্যানের বিরুদ্ধে এবার টিসিবি’র পণ্য আত্মসাতের অভিযোগ-

আপডেট সময় : ১১:০৪:২৩ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় থেতরাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, আতাউর রহমান আতা সাময়িক বরখাস্ত হওয়ার পর, এবার তার বিরুদ্ধে টিসিবি’র পণ্য আত্মসাতের অভিযোগ উঠেছে।

থেতরাই ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে টিসিবি’র পণ্য না পাওয়া ৪০ কার্ডধারী উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন বলে জানা গেছে।
অভিযোগ সুত্রে জানা যায়, দু’ দফা টিসিবি’র পণ্য বিতরণের মাইকিং শুনে গত ২৫ সেপ্টেম্বর ও ২৬ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদ চত্বরে যান কার্ডধারীরা। কিন্তু ওই দুই দিনই মাল আসে নাই বলে তাদের ফিরিয়ে দেয়া হয়। পরবর্তীতে চেয়ারম্যান আতাউর রহমান ২৭ সেপ্টেম্বর মাল বিতরণ করার ঘোষণা দিলে কার্ডধারীরা আবারো ইউনিয়ন পরিষদ চত্বরে জড়ো হন। ঐদিন চেয়ারম্যান মো: আতাউর রহমান আতা তাদের বলেন, সরকার সেপ্টেম্বর মাসের পণ্য প্রদান করেনি, এজন্য তাদেরকে টিসিবি’র পণ্য দেয়া সম্ভব হচ্ছে না। একথা শোনার পর কার্ডধারীরা ফিরে যান।

এরপর কার্ডধারীগন নির্দিষ্ট ডিলারের নিকট খোঁজ নিয়ে জানতে পারেন চেয়ারম্যান স্বাক্ষর দিয়ে টিসিবি’র পণ্য তার কাছ থেকে বুঝিয়ে নিয়েছেন।

এরই প্রেক্ষিতে (১ অক্টোবর) রোববার টিসিবি’র পণ্য না পাওয়া ৪০ জন ভুক্তভোগী ওই চেয়ারম্যানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করেন। এ ঘটনায় এলাকায় তোলপাড় চলছে।

এদিকে গত ২৭ সেপ্টেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে থেতরাই ইউনিয়নের ওই চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করে ওয়েব সাইটে প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জেলার উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান আতার বিরুদ্ধে জিআর মামলা ৩৩২/২২ এর দন্ডবিধির ৪৪৭/৪৪৮/৩৫৩/৩৩২ ধারায় বিজ্ঞ আদালত তার অপরাধ আমলে নিয়েছেন এবং ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী কুড়িগ্রাম জেলা প্রশাসক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের সুপারিশ করেছেন।

সেহেতু কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান আতা কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় তাকে সাময়িক বরখাস্ত করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ওই আদেশে উল্লেখ করা হয়। থেতরাই ইউনিয়ন পরিষদের সাময়িক বরখাস্ত কৃত চেয়ারম্যান আতাউর রহমানের সাথে সাংবাদিকদের মুঠো ফোনে কথা হলে তিনি জানান, আমার বিরুদ্ধে টিসিবি’র পণ্য আত্মসাৎ এর অভিযোগের বিষয়টি আমার জানা নেই। আর টিসিবি’র পণ্যের সাথে আমার কোন সংশ্লিষ্টতা নেই,এটা ষড়যন্ত্রের অংশ বলে তিনি জানান।
এ ব্যাপারে উলিপুর উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসার সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি ।