বন্যার্তদের একদিনের বেতন দিলেন চারঘাটের মেডিনোভা হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীগণ
- আপডেট সময় : ১২:৪৩:০৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪ ৩৮ বার পঠিত
স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে সর্বস্তরের জনগণের সাথে রাজশাহীর চারঘাট উপজেলার দি মেডিনোভা ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড স্পেশালাইজড হাসপাতালের সকল কর্মকর্তা-কর্মচারীরাও বন্যার্তদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন।
এ লক্ষ্যে দি মেডিনোভা ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড স্পেশালাইজড হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা বন্যার্তদের পাশে থাকতে আগস্ট মাসের বেতনের একদিনের সমপরিমান অর্থ চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে দেশের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করেছেন।
মঙ্গলবার (২৭ আগষ্ট) সকালে মেডিনোভা হাসপাতালের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শিমুল সরকার রনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানমের হাতে সেই অর্থ তুলে দিয়েছেন। এ সময় চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক ও চারঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সনি আজাদ উপস্থিত ছিলেন।
দি মেডিনোভা ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড স্পেশালাইজড হাসপাতালের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শিমুল সরকার বলেন, যেকোনো প্রাকৃতিক বিপর্যয়ের সময়ে আমাদের কর্মকর্তা-কর্মচারীগণ আপামর জনসাধারণের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছেন। তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধান উপদেষ্টার তহবিলে সামন্য কিছু অনুদান প্রদান করতে পেরে আমরা গর্বিত।