ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভোলা প্রেসক্লাবে গনমাধ্যম কর্মীদের সাথে বরিশাল রেঞ্জ ডিআইজি মত বিনিময়  আত্রাইয়ে মহিলাদের আত্মকর্মসংস্থানে ক্ষুদ্র ঋণ বিতরণ নাগেশ্বরী উপজেলা বেসরকারি শিক্ষক কর্মচারী সমন্বয় পরিষদের কমিটি গঠন পত্রিকার প্রকাশের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি দৈনিক রাজবাড়ী কন্ঠের প্রকাশকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পাইকগাছায় দু’পক্ষের বিরোধ ঠেকাতে তৃতীয় পক্ষের ৩জন গুরুতর জখম রাজবাড়ীতে শিক্ষকদের লাঞ্চিতের প্রতিবাদে মানববন্ধন গোয়ালন্দ পাক দরবার শরিফ নিয়ে গুজব ছড়ানো সংবাদের প্রতিবাদ প্রথমবারের মতো সেনাসদর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংসদ থেকে যত টাকা খোয়া গেছে

পাইকগাছায় ১যুগ ধরে সরকারী স্লুয়েজ গেট বন্ধ: পানি সরবরাহের পথ বন্ধ ও রাস্তা খুঁড়ে রাখায় জনভোগান্তি চরমে

মোঃ ফসিয়ার রহমান- পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ০৩:৫৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪ ৩১ বার পঠিত

“খুলনার পাইকগাছা উপজেলার বাইনতলা বাজারস্থ স্লুয়েজ গেটটি ১০ থেকে ১২ বছরেরও সংস্কার হয়নি। বরং সংস্কারের জন্য খুড়ে রাখা রাস্তাটি এখন জনগনের জন্য মরণ ফাঁদে রুপ ধারণ করেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায় পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের আলমতলা  টু গড়ইখালী প্রধান সড়কের মধ্যবর্তী বাইনতলা বাজার। আর বাজারের পাশে প্রধান সড়কের উপর এই সরকারী স্লুয়েজ গেট। যেখান দিয়ে ১৫ হাজার বিঘা জমির পানি সরবরাহ করা হতো।

স্থানীয় খড়িয়া ঢেমশাখালীর বাসিন্দা দীপংকর কুমার সানা জানান স্লুয়েজ গেটটি ছোট হওয়ায় বড় করার জন্য সংস্কারের উদ্যোগ নেয়া হয়। একারণে গেটের দু-পাশে পুকুর খনন করে বাঁধ দেয়া হয়। পিচের রাস্তা খুঁড়ে রাখা হয় ১০ বছরেরও বেশি সময় ধরে।

কিন্তু দিন যায়, মাস যায় অবশেষে অনেক বছর গেলেও গেট বা সড়ক সংস্কারের কোন উদ্যোগ নেয়া হয়নি।ফলে বর্ষাকালে যেমন প্রায় হাটু,কাদা-পানি তেমনি শুকনো মৌসুমে প্রচন্ড ধুলা বালিতে সর্বসাধারণ চরম ভোগান্তির শিকার হয়ে আসছে। এছাড়াও আরও অনেকে জানান, নির্দিষ্ট গেট বন্ধ থাকায়  হাজার হাজার বিঘা জমি অতি বৃষ্টিতে তলিয়ে যায়। দেখা দেয় জলবদ্ধতা।
যা নিষ্কাশনের জন্য প্রায় ৫ কিলোমিটার দুরে অবস্থিত ভড়েঙ্গার গেট ব্যবহার করা হচ্ছে। চিংড়ী ঘের ও ধান ফসলের ব্যাপক ক্ষতি হয়ে থাকে।

এ ব্যাপারে লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন বলেন, গেট সংস্কার হবে- হবে বলে আজ পর্যন্ত পড়ে আছে। তবে ২০২৩ সালে টেন্ডার হয়েছে। দেখি কবে শুরু করে। তবে আমি ব্যক্তিগতভাবে ইট খোয়া দিয়ে চলাচলের উপযোগী করে দিবো।

পাইকগাছায় ১যুগ ধরে সরকারী স্লুয়েজ গেট বন্ধ: পানি সরবরাহের পথ বন্ধ ও রাস্তা খুঁড়ে রাখায় জনভোগান্তি চরমে

আপডেট সময় : ০৩:৫৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪

“খুলনার পাইকগাছা উপজেলার বাইনতলা বাজারস্থ স্লুয়েজ গেটটি ১০ থেকে ১২ বছরেরও সংস্কার হয়নি। বরং সংস্কারের জন্য খুড়ে রাখা রাস্তাটি এখন জনগনের জন্য মরণ ফাঁদে রুপ ধারণ করেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায় পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের আলমতলা  টু গড়ইখালী প্রধান সড়কের মধ্যবর্তী বাইনতলা বাজার। আর বাজারের পাশে প্রধান সড়কের উপর এই সরকারী স্লুয়েজ গেট। যেখান দিয়ে ১৫ হাজার বিঘা জমির পানি সরবরাহ করা হতো।

স্থানীয় খড়িয়া ঢেমশাখালীর বাসিন্দা দীপংকর কুমার সানা জানান স্লুয়েজ গেটটি ছোট হওয়ায় বড় করার জন্য সংস্কারের উদ্যোগ নেয়া হয়। একারণে গেটের দু-পাশে পুকুর খনন করে বাঁধ দেয়া হয়। পিচের রাস্তা খুঁড়ে রাখা হয় ১০ বছরেরও বেশি সময় ধরে।

কিন্তু দিন যায়, মাস যায় অবশেষে অনেক বছর গেলেও গেট বা সড়ক সংস্কারের কোন উদ্যোগ নেয়া হয়নি।ফলে বর্ষাকালে যেমন প্রায় হাটু,কাদা-পানি তেমনি শুকনো মৌসুমে প্রচন্ড ধুলা বালিতে সর্বসাধারণ চরম ভোগান্তির শিকার হয়ে আসছে। এছাড়াও আরও অনেকে জানান, নির্দিষ্ট গেট বন্ধ থাকায়  হাজার হাজার বিঘা জমি অতি বৃষ্টিতে তলিয়ে যায়। দেখা দেয় জলবদ্ধতা।
যা নিষ্কাশনের জন্য প্রায় ৫ কিলোমিটার দুরে অবস্থিত ভড়েঙ্গার গেট ব্যবহার করা হচ্ছে। চিংড়ী ঘের ও ধান ফসলের ব্যাপক ক্ষতি হয়ে থাকে।

এ ব্যাপারে লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন বলেন, গেট সংস্কার হবে- হবে বলে আজ পর্যন্ত পড়ে আছে। তবে ২০২৩ সালে টেন্ডার হয়েছে। দেখি কবে শুরু করে। তবে আমি ব্যক্তিগতভাবে ইট খোয়া দিয়ে চলাচলের উপযোগী করে দিবো।