পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় নিহত -১ আহত-২
- আপডেট সময় : ০৫:২৬:৪২ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪ ১৯০ বার পঠিত
খুলনার পাইকগাছায় বাসের চাপায় এক শ্রমজীবী নিহত হয়েছে। পুলিশ ঘাতক বাসটি আটক করেছে। তবে গাড়ির ড্রাইভার হেলপার কাউকে আটক করতে পারিনি।
জানাগেছে, সোমবার সকালে উপজেলার লস্কর ইউনিয়নের কয়রা- পাইকগাছা সড়কে নির্মানাধীন কৃষি কলেজের পার্শে ইব্রাহিম গার্ডেনের সামনে পাইকগাছা থেকে ছেড়ে আসা দ্রুত গামী বাস সকাল সাড়ে ৯টায় যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দিলে ভ্যানের যাত্রীরা ছিড়িয়ে ছটিয়ে পড়ে।
এসময় লস্কর ইউনিয়নের লক্ষ্মীখোলা গ্রামের মান্দার সরদারের পুত্র মোছাল সরদার (৬০) মারাত্বক আহত হলে পথচারীরা উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শাকিলা আফরোজ মুছালকে মৃত্যু ঘোষনা করে। এসময় ভ্যান চালক লক্ষ্মীখোলা গ্রামের লিটন এবং অপর যাত্রী একই গ্রামের লিয়াকত আলী গাজী আহত হয়েছেন। আহতদেরকে পাইকগাছা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দূর্ঘটনার বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, বাস চাপার ঘটনায় নিহত ব্যক্তির সুরত হাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে। অপমৃত্যুর মামলা হয়েছে।