ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মরিয়ম চক্ষু হাসপাতালের চিকিৎসকের ভুল চিকিৎসায় অন্ধত্ববরণের অভিযোগে সংবাদ সম্মেলন খানসামায় ট্রান্সফরমার চোর চক্রের ৫ জনসহ ৭ জন গ্রেপ্তার ডুমুরিয়ায় আপন মেজ ভাইকে খুনের ঘটনায় নেশাখোর ছোট ভাই সোহান গ্রেফতার শহিদুল ইসলামের দলীয় পদ স্থগিতাদেশ প্রত্যাহার করায় সালথায় আনন্দ মিছিল আত্রাইয়ে নবাগত ইউএনও’কে  কিন্ডারগার্টেন এসোসিয়েশনের শুভেচ্ছা প্রদান  সালথায় জমি নিয়ে বিরোধে কৃষকের বাড়িতে আগুন দিল প্রতিপক্ষ বিরামপুরে ভুয়া এনজিওর মাধ্যমে ও ভুয়া টিসিবির কার্ড বিতরণের দায়ে অর্থদণ্ড পাইকগাছায় মটরসাইকেল-বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষে নি-হ-ত-১  ডুমুরিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মেঝ ভাইকে কু‌পি‌য়ে হত্যা ক‌রে‌ছে ছোট ভাই

পাংশায় সাবেক ইউপি সদস্যের নেতৃত্বে কলাগাছ কাটার অভিযোগ

প্রতিদিনের খবর ডেস্ক ::
  • আপডেট সময় : ০৪:২০:০২ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪ ১৯ বার পঠিত

রাজবাড়ীর পাংশায় জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে কলাগাছ কাটার অভিযোগ উঠেছে সাবেক এক ইউপি সদস্যের বিরুদ্ধে। শনিবার দুপুরে উপজেলার কসবামাজাইল ইউনিয়নের নাদুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় থানায় কোন অভিযোগ হয়নি। অভিযুক্ত মো. বাদশা মন্ডল কসবামাজাইল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। তবে অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

ভুক্তভোগী খুরশিদ আনোয়ার বলেন, নাদুরিয়া মৌজার ৪ নম্বর সিটের ৫৭০৮ বিএস এর ৪১৬১ দাগের ১৫ শতাংশ জমির উপর প্রায় দুই শতাধক কলা গাছের চারা রোপন করি। দুই বছর ধরে কলার চাষ করছি। জমিটি আমার বাপ-দাদার সম্পত্তি। প্রায় প্রতিটি গাছেই কলাছিল। আমার পাশের জমিওয়ার সাথে দির্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ ছিল। গত শনিবার এই জমি মাপঝোপ হয়। মাপঝোপে আমার জমি ঠিকই ছিল। মাপঝোপ শেষে আমরা বাড়ি চলে যাই। পরে বাদশা মেম্বরের নেতৃত্বে এবং তার উপস্থিতিতে আবু বক্কর ও ওয়াজেদ আলী সহ প্রায় ২০-২৫ জন মিলে আমার জমির সব কলা গাছ কেটে কলাসহ নিয়ে যায়। আমার জমির পাশে ফুজলুল হকের ১৩ শতাংশ জমির কলাগাছ কেটে নিয়ে গেছে। এ বিষয়ে আমি আইনের আশ্রয় নেব।

খুরশিদ আনোয়ারের ভাতিজা কসবামাজাইল ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইরান বিশ্বাস বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে এই বাদশা মেম্বর এলাকার বিএনপি পন্থিদের বিভিন্ন ভাবে নির্যাতন করেছে। এখনো তিনি থেমে নেই। আমরা তার নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে চাই।

অভিযুক্ত কসবামাজাইল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. বাদশা মন্ডল বলেন, এই মজি আমার না, আমি কেন কলাগাছ কাটতে যাব? আমি এলাকার সাবেক মেম্বর হিসেবে জমির মালিক আবু বক্কর ও ওয়াজেদ আলী আমাকে ডেকেছিল। আমি জমি মাপার সময় উপস্থিত ছিলাম। জমি মাপা শেষে চলে আসি। কে বা কারা কলাগাছ কেটেছে আমি জানি না।

আবু বক্কার বিশ্বাস বলেন, নাদুরিয়া মৌজার ৪১৬১ এসএ ও ০৯ নম্বর বিএসর এই জমি আমাদের রেকর্ডিও সম্পত্তি।  দুই বছর তারা ভোগদখল করে খায়। গতকাল আমরা জমি মেপে বুঝে নিয়ে বাড়ি চলে আসি। কলাগাছ কাা কেটেছে আমরা জানি না।

মো. ওয়াজেদ আলী বিশ্বাস বলেন। আবু বক্কার আমার ভগ্নি। জমিটি আমাদের রেকর্ডিও সম্পত্তি। আমার জমির এসএ খতিয়া নম্বর ১৪৫৬। ১০ নম্বর দাগ। তারা আমাদের জমি দখল কে খেত। গতকাল শনিবার আমরা জমি মেপে বুঝে নিয়েছি। সেখানে আমাদের সাবেক মেম্বর বাদশা মন্ডল উপস্থিত ছিল। কলাগাছ করা কেটেছে আমরা জানি না।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাংশায় সাবেক ইউপি সদস্যের নেতৃত্বে কলাগাছ কাটার অভিযোগ

আপডেট সময় : ০৪:২০:০২ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪

রাজবাড়ীর পাংশায় জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে কলাগাছ কাটার অভিযোগ উঠেছে সাবেক এক ইউপি সদস্যের বিরুদ্ধে। শনিবার দুপুরে উপজেলার কসবামাজাইল ইউনিয়নের নাদুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় থানায় কোন অভিযোগ হয়নি। অভিযুক্ত মো. বাদশা মন্ডল কসবামাজাইল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। তবে অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

ভুক্তভোগী খুরশিদ আনোয়ার বলেন, নাদুরিয়া মৌজার ৪ নম্বর সিটের ৫৭০৮ বিএস এর ৪১৬১ দাগের ১৫ শতাংশ জমির উপর প্রায় দুই শতাধক কলা গাছের চারা রোপন করি। দুই বছর ধরে কলার চাষ করছি। জমিটি আমার বাপ-দাদার সম্পত্তি। প্রায় প্রতিটি গাছেই কলাছিল। আমার পাশের জমিওয়ার সাথে দির্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ ছিল। গত শনিবার এই জমি মাপঝোপ হয়। মাপঝোপে আমার জমি ঠিকই ছিল। মাপঝোপ শেষে আমরা বাড়ি চলে যাই। পরে বাদশা মেম্বরের নেতৃত্বে এবং তার উপস্থিতিতে আবু বক্কর ও ওয়াজেদ আলী সহ প্রায় ২০-২৫ জন মিলে আমার জমির সব কলা গাছ কেটে কলাসহ নিয়ে যায়। আমার জমির পাশে ফুজলুল হকের ১৩ শতাংশ জমির কলাগাছ কেটে নিয়ে গেছে। এ বিষয়ে আমি আইনের আশ্রয় নেব।

খুরশিদ আনোয়ারের ভাতিজা কসবামাজাইল ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইরান বিশ্বাস বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে এই বাদশা মেম্বর এলাকার বিএনপি পন্থিদের বিভিন্ন ভাবে নির্যাতন করেছে। এখনো তিনি থেমে নেই। আমরা তার নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে চাই।

অভিযুক্ত কসবামাজাইল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. বাদশা মন্ডল বলেন, এই মজি আমার না, আমি কেন কলাগাছ কাটতে যাব? আমি এলাকার সাবেক মেম্বর হিসেবে জমির মালিক আবু বক্কর ও ওয়াজেদ আলী আমাকে ডেকেছিল। আমি জমি মাপার সময় উপস্থিত ছিলাম। জমি মাপা শেষে চলে আসি। কে বা কারা কলাগাছ কেটেছে আমি জানি না।

আবু বক্কার বিশ্বাস বলেন, নাদুরিয়া মৌজার ৪১৬১ এসএ ও ০৯ নম্বর বিএসর এই জমি আমাদের রেকর্ডিও সম্পত্তি।  দুই বছর তারা ভোগদখল করে খায়। গতকাল আমরা জমি মেপে বুঝে নিয়ে বাড়ি চলে আসি। কলাগাছ কাা কেটেছে আমরা জানি না।

মো. ওয়াজেদ আলী বিশ্বাস বলেন। আবু বক্কার আমার ভগ্নি। জমিটি আমাদের রেকর্ডিও সম্পত্তি। আমার জমির এসএ খতিয়া নম্বর ১৪৫৬। ১০ নম্বর দাগ। তারা আমাদের জমি দখল কে খেত। গতকাল শনিবার আমরা জমি মেপে বুঝে নিয়েছি। সেখানে আমাদের সাবেক মেম্বর বাদশা মন্ডল উপস্থিত ছিল। কলাগাছ করা কেটেছে আমরা জানি না।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।