নারী উদ্যাক্তাদের উন্নয়নের ক্ষেত্র সমুহ চিহ্নিত করনের লক্ষে ষ্টেক হোলডারদের কর্মশালা অনুষ্টিত
- আপডেট সময় : ০৩:০৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩ ১৬১ বার পঠিত
বাগেরহাটে নারী উদ্যাক্তাদের উন্নয়নের ক্ষেত্র সমুহ চিহ্নিত করনের লক্ষে ষ্টেক হোলডারদের নিয়ে এক কর্মশালা অনুষ্টিত হযেছে। কর্মশালার উদ্ভোধন করেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হাফিজ আল আছাদ।
মঙ্গলবার বেলা ১০ টায় ধানসিড়ী হলরুমে ফিড দ্যা ফিউচার বাংলাদেশ নিউট্রিশন অ্যাক্টিগিটি প্রকল্পেরে আওতায় ইউএসএ্আইডি এর অর্থায়নে জাগরনি চক্র ফাউন্ডেশন বাগেরহাট জেলার ৩ টি উপজেলায় এই কার্যক্রম পরিচালনা করছে। কর্মশালায় বক্তৃতা করেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক শংকর কুমার মজুমদার,মহিলা অধিদপ্তরের উপ পরিচালক সাহেলা পাভিন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শরিফা খাতুন, জেলা প্রানী সম্পদ কর্মকর্তা মোঃ ছাহেবআলী, ফকিরহাট মহিলা বিষয়ক কর্মকর্তা তাহেরা খাতুন,জাগরনিচক্রফাউন্ডেশনের অশীষ কুমার চ্যাটার্জী, প্রজেক্ট ম্যানেজার আমজাদুর রশিদ পলাশ, আ্যক্ট এ্যাসোসিযেশনের পক্ষে মোঃ এনামুল হক প্রমুখ।
এ কর্মশালায় বাগেরহাট সদর , চিতলমারী ও ফকিরহাট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, তথ্য আপা, কৃষি কর্মকর্তা, মৎস কর্মকর্তা, প্রানী সম্পদ কর্মকর্তা সহ ৩০ জন কর্মশালায় অংশ গ্রহন করেন।