নান্দাইলে জনসচেতনতামূলক বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:৪৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪ ১৬৭ বার পঠিত
ময়মনসিংহের নান্দাইলে মাদক, জুয়া, চুরি, ছিনতাই রোধসহ ট্রাফিক জনসচেতনতামূলক বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশে ০১/০৩/২৪ ইং শুক্রবার বিকালে নান্দাইল থানাধীন নান্দাইল চৌরাস্তায় মাদক, জুয়া, চুরি, ছিনতাই রোধসহ ট্রাফিক জনসচেতনতামূলক বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সুমন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার, গৌরিপুর সার্কেল ,অনুষ্ঠানে গাংগাইল ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আসাদুজ্জামান নয়ন ও চন্ডিপাশা ইউপি চেয়ারম্যান মোঃ শাহাবুদ্দিন ভূঁইয়া, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, নান্দাইল চৌরাস্তার আহব্বায়ক কমিটির সদস্যবৃন্দ ও পরিবহন মালিক ও চালকগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ মাদক, জুয়া, চুরি, ছিনতাই এবং অধিক রাত্রিতে সিএনজি অটোরিক্স চুরি ছিনতাই রোধকল্পে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করে সর্বস্তরের জনগণকে সচেতন হতে আহ্বান জানান।