নান্দাইলে চিরকুমার বীর মুক্তযোদ্ধা নূরুল হক ফকিরের চিরকুমার থাকা হলোনা
- আপডেট সময় : ০৮:৫২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩ ১৫৭ বার পঠিত
ময়মনসিংহের নান্দাইলে চিরকুমার বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ফকির(৭৮) বৎসর বয়সে বিবাহ করায় চিরকুমার থাকা হলোনা এনিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
উপজেলার আচারগাও ইউনিয়নের
নূরুল হক ফকির ৭ভাইয়ের মধ্যে ৪র্থ ।দেশ স্বাধীন হওয়ার পর সহযোদ্ধারা,আত্বীয় স্বজন ও ভাইদের অনেক বিয়ের জন্যে চেষ্টার পরেও অদ্যাবদি বিয়ে করেননি ।
হঠাৎ করেই ৭৮ বৎসর বয়সে বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ফকির বিবাহ করার সম্মতি জানায় তার সহযোদ্ধা ও ভাইদেরকে। আজ বৃহস্পতিবার ৩/৮/২৩ ইং তারিখে দুপুর ১২ ঘঠিকার সময় নান্দাইল মুক্তিযুদ্ধো কমপ্লেক্স ভবনে মোছাঃ মিনা আক্তার (৪০) কে বিবাহ করেন।
মিনা আক্তারের ১ম স্বামী গোলাপ মিয়া কেন্দুয়া থানার সোহাগপুর গ্রামে বাড়ি। গোলাম মিয়া ৪ বৎসর আগে ইন্তেকাল করেন। রেখে যান ২ ছেলে ২ মেয়ে।৪ জনের মধ্যে ২ মেয়ের বিয়ে হয়েছে,। গোলাপমিয়ার সন্তানদের সম্মতি ক্রমে বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ফকির বিবাহ সম্পন্ন করেন।
নান্দাইল মুক্তিযুদ্ধো কমপ্লেক্স ভবনে নান্দাইল এর হেড কাজী গোলাপ মিয়ার সন্তানদের উপস্হিতিতে বিবাহের কাজ সম্পন্ন করেছেন ।এই সময় উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলার বীর মুক্তিযোদ্ধা কাউন্সিলের সাবেক কমান্ডার মাজহারুল হক ফকির, মুক্তিযোদ্ধা সামছুজ্জামান, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মাস্টার, মুক্তিযোদ্ধা আবুল কালাম, মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন,মুক্তিযোদ্ধা আলী হোসেন ও উভয় পক্ষের অতিথি।
সাবেক মুক্তিযোদ্ধারা বিয়ের আনন্দ উপভোগ করে বলেন চিরকুমার একজন বীর মুক্তিযোদ্ধাকে সকলে মিলে রাজি করিয়ে বিয়েটা সম্পন্ন করলাম এবং ব্যাক্তি জীবনে একজন পরিপূর্ণ মানুষ । বিয়ের আনুষ্ঠানিকতা শেষে সরকারের দেওয়া ‘বীরনিবাসে’ নতুন সঙ্গী নিয়ে গেছেন নুরুল হক ফকির ।