নকলায় দিনব্যাপী নন-গ্রুপ কৃষক প্রশিক্ষণ
- আপডেট সময় : ০৯:১১:১১ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩ ৬২ বার পঠিত
শেরপুরের নকলায় দিন ব্যাপী নন-গ্রুপ কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ মার্চ) উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার ৩০ জন কৃষক-কৃষাণী অংশ গ্রহন করেন।
উপজেলা কৃষি অফিসের আয়োজনে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধি করণ প্রকল্পের আওতায়
এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষক (রিসোর্স পার্সন) হিসেবে শেরপুর খামারবাড়ির অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ মো. মাসুদুর রহমান এবং নিয়মিত প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শেখ ফজলুল হক মনি ও কৃষিবিদ মো. শাহিন রানা।
দিনব্যাপি এই প্রশিক্ষণ কর্মশালায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের নকলা উপজেলায় ফসলের নিবিড়তা বৃদ্ধি করনে প্রয়োজনীয় বিষয়াবলী সম্পর্কে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া কৃষিপণ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষক-কৃষাণীদের সার্বিক পরামর্শ প্রদানসহ কৃষক ও কৃষি কর্মকর্তাদের করণিয় বিষয়েও আলোচনা করা হয়।
অন্যদিকে এদিন ২০২২-২৩ অর্থ বছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত বারি মিষ্টি আলু-৬ প্রদর্শনীর উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরাধীন নকলা উপজেলা কৃষি অফিসের আয়োজনে চন্দ্রকোনা ইউনিয়নের জানকীপুর এলাকার কৃষক আব্দুল খালেকের বাড়ির আঙ্গীনায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।