ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপাচার্য নিয়োগের দাবিতে ইবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট সংস্কার সাতক্ষীরা উপকূলে বিশ্ব জলবায়ু ধর্মঘট কর্মসূচী পালিত বালিয়াকান্দিতে এ্যাসেডের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচী পালিত ভোলা প্রেসক্লাবে গনমাধ্যম কর্মীদের সাথে বরিশাল রেঞ্জ ডিআইজি মত বিনিময়  আত্রাইয়ে মহিলাদের আত্মকর্মসংস্থানে ক্ষুদ্র ঋণ বিতরণ নাগেশ্বরী উপজেলা বেসরকারি শিক্ষক কর্মচারী সমন্বয় পরিষদের কমিটি গঠন পত্রিকার প্রকাশের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি দৈনিক রাজবাড়ী কন্ঠের প্রকাশকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পাইকগাছায় দু’পক্ষের বিরোধ ঠেকাতে তৃতীয় পক্ষের ৩জন গুরুতর জখম

ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠা সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার

শেখ সাইদ আহমেদ সাবাব, শেরপুর :
  • আপডেট সময় : ১১:১৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩ ৮৩ বার পঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠার পর ঝিনাইগাতী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। একই সঙ্গে নিষ্কৃয়তার কারণে ছাত্রলীগের ঝিনাইগাতী উপজেলা শাখাকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলাপরিপন্থী ও অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওনকে বহিষ্কার করা হলো এবং নিষ্ক্রিয়তার কারণে উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

শাহরিয়ার খান শাওনকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সোমবার বিকেলে ঝিনাইগাতী উপজেলার বাকাকুড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে ২২ এপ্রিল শনিবার ঈদের দিন রাতে এ ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে। শাওন উপজেলা সদরের শাজাহান খানের ছেলে।

শাওনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া।

লিখিত অভিযোগ ও কলেজ ছাত্রীর পরিবার সূ্ত্রে জানা গেছে, ওই ছাত্রী শেরপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী। গত ২২ এপ্রিল শনিবার ঈদের দিন রাতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওন তাদের বাড়িতে গিয়ে ছাত্রীর বাবা-মার কাছে পান খেতে চান। এ সময় ওই কলেজ ছাত্রীর বাড়ির উঠানে দাঁড়িয়ে মোবাইল চালাচ্ছিলেন। ছাত্রীর মা শাওনের জন্য পান আনতে গেলে ছাত্রলীগ নেতা শাওন উঠানে দাঁড়িয়ে থাকা কলেজ ছাত্রীকে পেছন থেকে জড়িয়ে ধরে ধ্বস্তাধস্তি শুরু করে এবং বাড়ির পেছনে বনের ভেতরে মুখ চেপে ধরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।

একপর্যায়ে কলেজ ছাত্রীর চিৎকারে তার বাবা-মা ঘর থেকে বের হয়ে এলে শাওন এ ঘটনা কাউকে না জানানোর হুমকি দিয়ে চলে যায়। পরে ওই কলেজছাত্রীর পরিবারের পক্ষ থেকে উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানের কাছে জানানো হয়। বিষয়টি নিয়ে সময়ক্ষেপণ হতে থাকলে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রবেতা ম্রংয়ের পরামর্শে সোমবার বিকেল চারটার দিকে ঝিনাইগাতী থানায় গিয়ে শাওনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার লিখিত অভিযোগ করেন ওই কলেজছাত্রী। অভিযোগের পরপরই অভিযান চালিয়ে উপজেলার বাকাকুড়া এলাকা থেকে শাওনকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন ওই কলেজ ছাত্রী ও তার পরিবার।

তবে শাওনের বাবা শাজাহান খান বলেন, ঘটনাটি সত্য নয়। তার ছেলেকে ফাঁসানো হয়েছে। উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রবেতা ম্রং বলেন, দলের নাম ভাঙিয়ে কিছু লোক অপকর্ম করে যাচ্ছে। এর সুষ্ঠু বিচার হওয়া জরুরি। নাহলে আদিবাসী নারীরা সুরক্ষিত থাকতে পারবে না।

এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সোহেল মাহমুদ পিপিএম বলেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওনের বিরুদ্ধে এক কলেজ ছাত্রী ধর্ষণচেষ্টার লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ পাওয়ার এক ঘণ্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ট্যাগস :

ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠা সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার

আপডেট সময় : ১১:১৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩

শেরপুরের ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠার পর ঝিনাইগাতী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। একই সঙ্গে নিষ্কৃয়তার কারণে ছাত্রলীগের ঝিনাইগাতী উপজেলা শাখাকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলাপরিপন্থী ও অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওনকে বহিষ্কার করা হলো এবং নিষ্ক্রিয়তার কারণে উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

শাহরিয়ার খান শাওনকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সোমবার বিকেলে ঝিনাইগাতী উপজেলার বাকাকুড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে ২২ এপ্রিল শনিবার ঈদের দিন রাতে এ ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে। শাওন উপজেলা সদরের শাজাহান খানের ছেলে।

শাওনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া।

লিখিত অভিযোগ ও কলেজ ছাত্রীর পরিবার সূ্ত্রে জানা গেছে, ওই ছাত্রী শেরপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী। গত ২২ এপ্রিল শনিবার ঈদের দিন রাতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওন তাদের বাড়িতে গিয়ে ছাত্রীর বাবা-মার কাছে পান খেতে চান। এ সময় ওই কলেজ ছাত্রীর বাড়ির উঠানে দাঁড়িয়ে মোবাইল চালাচ্ছিলেন। ছাত্রীর মা শাওনের জন্য পান আনতে গেলে ছাত্রলীগ নেতা শাওন উঠানে দাঁড়িয়ে থাকা কলেজ ছাত্রীকে পেছন থেকে জড়িয়ে ধরে ধ্বস্তাধস্তি শুরু করে এবং বাড়ির পেছনে বনের ভেতরে মুখ চেপে ধরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।

একপর্যায়ে কলেজ ছাত্রীর চিৎকারে তার বাবা-মা ঘর থেকে বের হয়ে এলে শাওন এ ঘটনা কাউকে না জানানোর হুমকি দিয়ে চলে যায়। পরে ওই কলেজছাত্রীর পরিবারের পক্ষ থেকে উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানের কাছে জানানো হয়। বিষয়টি নিয়ে সময়ক্ষেপণ হতে থাকলে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রবেতা ম্রংয়ের পরামর্শে সোমবার বিকেল চারটার দিকে ঝিনাইগাতী থানায় গিয়ে শাওনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার লিখিত অভিযোগ করেন ওই কলেজছাত্রী। অভিযোগের পরপরই অভিযান চালিয়ে উপজেলার বাকাকুড়া এলাকা থেকে শাওনকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন ওই কলেজ ছাত্রী ও তার পরিবার।

তবে শাওনের বাবা শাজাহান খান বলেন, ঘটনাটি সত্য নয়। তার ছেলেকে ফাঁসানো হয়েছে। উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রবেতা ম্রং বলেন, দলের নাম ভাঙিয়ে কিছু লোক অপকর্ম করে যাচ্ছে। এর সুষ্ঠু বিচার হওয়া জরুরি। নাহলে আদিবাসী নারীরা সুরক্ষিত থাকতে পারবে না।

এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সোহেল মাহমুদ পিপিএম বলেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওনের বিরুদ্ধে এক কলেজ ছাত্রী ধর্ষণচেষ্টার লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ পাওয়ার এক ঘণ্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।