সংবাদ শিরোনাম ::
দেবহাটায় সখিপুরে সেচ্ছাসেবী সংগঠন আমাদের টিমের এক বর্ধিত সভা অনুষ্ঠিত
আব্দুল্লাহ আল মামুন- দেবহাটা (সাতক্ষীরা):
- আপডেট সময় : ০৮:২৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪ ১৩৯ বার পঠিত
দেবহাটা উপজেলার ৩নং সখিপুর ইউনিয়নের সখিপুর বাজার সংলগ্ন কেবি আহছানউল্লা একাডেমিক কোচিং বিকাল ৪.০০ ঘটিকায় আমাদের টিম এর স্থানীয় পর্যায়ে কমিউনিটি লিডার তৈরির লক্ষে এক বর্ধিত সভার আয়োজন করা হয়।
এবং বর্ধিত সভা শেষে সখিপুর ইউনিয়নের কমিউনিটি টিম লিডার তৈরি করা হয়, টিম লিডার গন হলে, নুর হোসেন, আল আমিন, আসাদুজ্জামান সোহাগ ও মিম সুলতানা।
উক্ত সভায় আমাদের টিমের সভাপতি এইচ এম মনির হাসানের সভাপতিত্বে ও সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায়,প্রধান অতিথি উপস্থিত ছিলেন আমাদের টিম এর নির্বাহী প্রধান মো:শেখ মনিরুল ইসলাম( মনি),বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মো:আল আমিন হোসেন, আমাদের টিম এর সধারন সম্পাদক রিফাত হোসেন ও সহ-সম্পাদক মো:শেখ:মোস্তাকিম বিল্লাহ্, সহ সখিপুর ইউনিয়নের সকল সদস্য বৃন্দু।