তাহিরপুরে স্বামী-স্ত্রীকে একসাথে কুপিয়ে জখম”প্রানে বাঁচলো মা- বাবার পাশে ঘুমিয়ে থাকা ৩ সন্তান
- আপডেট সময় : ০৮:১১:০৩ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩ ৮৮৭ বার পঠিত
শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত ৩টায় উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন,কামালপুর গ্রামের মৃত সলু মিয়ার ছেলে নাছির মিয়া (৩০)ও তার স্ত্রী আলপিনা বেগম(২৫)।
তবে তাদের সাথে রাতে এক বিছানায় ঘুমিয়ে থাকা ৩ সন্তান, হালেমা(৭)মাছুমা(৫)আবির(৩)প্রানে বেচে গেল।
স্থানীয় ইউপি সদস্য সাজিনুর মিয়া ও স্থানীয়রা জানান, কামালপুর গ্রামের ফরহাদ মিয়ার ছেলে আতাবুর (২৮) এই নেক্কারজনক ঘটনাটি ঘটিয়েছে।সে সম্পর্কে ভিকটিম নাছিরের চাচাতো ভাই জানান। দীর্ঘ দিন ধরে নাছির ও তার বউয়ের প্রতি তার ক্ষোভ দেখা গেছে। আগেও একবার তাদের উপর আক্রমণ করেছে। আমরা তাকে বুঝিয়েছি এবং সামাজিক ভাবে শেষ করেছি। কিন্তু গত রাত আনুমানিক ৩টায় সবাই যখন ঘুমে ছিলো তখন নাছিরের ঘরে ঢুকে ধারালো দেশিয় অস্ত্র দিয়ে তাদের উপর আক্রমণ করে। তখন তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মহিউদ্দিন বিপ্লব জানান,ধারালো অস্ত্রের আঘাতে নাছির ও তার স্ত্রী মারাত্মক ভাবে জখম হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সুনামগঞ্জ সদর হাসপাতালে দম্পতিকে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য সিলেটে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে দম্পতি।
এবিষয়ে তাহিরপুর থানা অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন,দম্পতিকে কুপিয়ে জখম করার বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। তবে কেউ এখনো থানায় লিখিত অভিযোগ করেনি।