ঝিনাইদহের মহেশপুরে গুড়দহ বাজার থেকে ট্রাকের চাকা চুরি
- আপডেট সময় : ০৯:৪৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১২৪ বার পঠিত
ঝিনাইদহের মহেশপুর উপজেলার গুড়দহ বাজারে অবস্থিত ইউনিয়ন পরিষদের সামনে থেকে রাতের আধারে কে বা কাহারা ট্রাকের চাকার লাট বোল্ট খুলে একটি চাকা চুরি করে নিয়ে গেছে। এঘটনায় ট্রাক মালিক শাহিন আলম (৩৬) বাদী হয়ে গত ১২ই সেপ্টেম্বর মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
তার বাড়ি গুড়দহ গ্রামের বরিং পাড়ায় সে দীর্ঘদিন যাবত ধান ব্যবসায়ী করে আসছে। ট্রাক ড্রাইভার শাহিন (৩৪) উপজেলার শ্যামকুড় ইউনিয়নের তালশার গ্রামের বাসিন্দা সে ঐ গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
ঘটনার প্রেক্ষিতে ট্রাক মালিক গুড়দহ গ্রগ্রামের মৃত সদর আলীর ছেলে শাহিন আলম জানান প্রতিদিনের ন্যায় গত ৮ সেপ্টেম্বর রাতে ট্রাক ড্রাইভার শাহিন (৩৪) উপজেলার শ্যামকুড় ইউনিয়নের গুড়দহ বাজারে অবস্থিত ইউনিয়ন পরিষদের সামনে ট্রাকটি রেখে বাজার পাহারাদার ১। আব্দুর রহিম ২। আব্দুল কাদের ৩। নাজমুল মোল্লা ৪। শফিকুল ইসলাম ৫। বাবুল মিয়ার নিকট গাড়িটি বুঝিয়া দিয়ে তাহার বাড়ি তালশার গ্রামেতে চলে যায়, সকাল ৮ ঘটিকার সময় গাড়ির নিকট এসে দেখতে পায় ট্রাকের পিছনে চাকার লাট বোল্ট খুলে কে বা কাহারা একটি চাকা চুরি করে নিয়ে গেছে।
ঘটনাটি তাতক্ষণিক ভাবে জানা জানি হলে স্থানীয় লোকজন জড়ো হয়ে বিভিন্ন ভাবে খুজতে শুরু করে।
কিন্তু আজ পর্যন্ত ট্রাকের চাকাটি কোন খোজ সন্ধান পাওয়া যায়নি। ট্রাক মালিকের দাবী গুড়দহ বাজারে ৫ জন নাইট গার্ডের নিকট ট্রাকটি বুঝিয়ে দিয়ে রেখে যাওয়া সত্ত্বেও কি ভাবে ট্রাকের চাকাটির লাট বোল্ট খুলে চুরি হইলো। এব্যাপারে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করা হচ্ছে।