জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন (কংগ্রেস)নাসির উদ্দিন
- আপডেট সময় : ১১:১৭:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩ ১৪৪ বার পঠিত
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ কংগ্রেস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. নাসির উদ্দিন। এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় নেতারা।
মঙ্গলবার (২১ নভেম্বর) রাজধানীর বাংলামটরের বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। ঝিনাইদহ-২ আসন থেকে নির্বাচন করবেন ব্যবসায়ী ও সমাজসেবক মো. নাসির উদ্দিন।
জানা যায়, মো. নাসির উদ্দিনের জন্ম ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানার জোড়াদহ ইউনিয়নের ভেড়াখালী গ্রামে। ছোটবেলা থেকেই মেধাবী নাসির উদ্দিন নেতৃত্ব ও সমাজসেবা গুণাবলীর কারণে স্থানীয় পর্যায়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। বাংলাদেশের স্বনামধন্য একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তিনি। বর্তমানে তিনি ব্যবসা, রাজনীতি ও সমাজসেবার সাথে জড়িত আছেন বলে জানিয়েছেন তার নির্বাচনী এলাকার সাধারণ মানুষ।
মো. নাসির উদ্দিন বলেন, ঝিনাইদহের মানুষের পাশে দাঁড়ানো আমার জন্য নতুন কিছু নয়। ছোটবেলা থেকে আজ পর্যন্ত ঝিনাইদহের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করলে বৃহত্তর পরিসরে ঝিনাইদহবাসীর জন্য কাজ করার সুযোগ তৈরি হবে। ঝিনাইদহ -২ আসনের ভোটাররা সেই সুযোগ থেকে তাঁকে বঞ্চিত করবেনা বলে তিনি মনে করেন।
উল্লেখ্য, বাংলাদেশ কংগ্রেস বাংলাদেশের একটি নিবন্ধিত রাজনৈতিক দল। ২০১৩ সালে বাংলাদেশ সুপ্রিমকোর্ট এক দল আইনজীবী নিয়ে বাংলাদেশ কংগ্রেস দলটি প্রতিষ্ঠিত হয় যা ২০১৯ সালে ডাব প্রতীকে নিবন্ধন পায়। দলটির চেয়ারম্যান এ্যাড. কাজী রেজাউল হোসেন এবং মহাসচিব এ্যাড. ইয়ারুল ইসলাম।