গোয়ালন্দে পুলিশের পৃথক অভিযানে হেরোইন ও ইয়াবাসহ গ্রেপ্তার-৪
- আপডেট সময় : ১২:০৬:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩ ২২৫ বার পঠিত
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মাদক বিরোধী অভিযানে ১২.৫ গ্রাম হেরোইন ও ২শত ৫৫পিস ইয়াবাসহ ৪ মাদক করবারিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) এক প্রেস নোটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার।
এর আগে বুধবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশে মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে পৃথক পৃথকভাবে (৫.৫+৭) ১২.৫ গ্রাম হেরোইন ও (২১০+৪৫) ২শত ৫৫পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ফরিদপুর সদর উপজেলার পৌর শহরের ৯ নং ওয়ার্ড রঘুনন্দনপুর এলাকার নূর ইসলাম হাওলাদার এর ছেলে মো. রুবেল হাওলাদার (৩৫), মানিকগঞ্জ সদর উপজেলার মনোরা এলাকার মৃত মোজাফ্ফর আলী’র ছেলে মো. সাদ্দাম হোসেন (২৭), গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের শ্রীদাম দত্তের পাড়া’র মৃত ফজলু খান এর ছেলে সেলিম খান (৩৮) ও সিরাজগঞ্জ সলঙ্গা উপজেলার সলংগা ইউনিয়নের জগ জীবনপুর গ্রামের মৃত ধীরাজ আকন্দের ছেলে মো. দুলাল আকন্দক (৪৮)।
মো. রুবেল হাওলাদার এর নিকট থেকে ৫.৫ গ্রাম হেরোইন, মো. সাদ্দাম হোসেন এর নিকট থেকে ৭গ্রাম হেরোইন, সেলিম খান এর এর নিকট থেকে ২১০ পিস ইয়াবা ও মো. দুলাল আকন্দক এর নিকট থেকে ৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের সকলের বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে বলে থানা সূত্রে জানাযায়।
এপ্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় পৃথক পৃথক ৪টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবারেই রাজবাড়ীর বিজ্ঞ আদালতের প্রেরণ করা হয়েছে।