আশুলিয়ায় বিছানায় পড়েছিল নারীর হাত-পা বাঁধা নিথর দেহ
- আপডেট সময় : ১১:০২:৪৭ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩ ১৩৩ বার পঠিত
শিল্পাঞ্চল আশুলিয়ায় হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় সাহেরা বেগম (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের দাবি, হত্যার পর ঘরে থাকা পাঁচ লাখ টাকা নিয়ে গেছে দুবৃত্তরা।
শনিবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকার নিহতের ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সাহেরা বেগম (৫৫) টাঙ্গাইলের দেলদুয়া থানার পরাইখালি গ্রামের মৃত বাদশা মিয়ার স্ত্রী। সে ছেলে-মেয়েদের সাথে বাড়ইপাড়া এলাকার ওই বাসায় ভাড়া থাকতেন বলে জানা যায়।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে স্থানীয় এক প্রতিবেশী নিহতের মরদেহ বিছানায় পড়ে থাকতে দেখেন। পরে সে বিষয়টি স্থানীয় অন্যান্যদের জানান। এরপরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহতের মেয়ে রুমা আক্তারে দাবি, গাজীপুরে একটি জমি কেনার জন্য তাদের বাসায় ৫ লাখ টাকা গচ্ছিত ছিল। দুর্বৃত্তরা তার মাকে হত্যা করে সেই টাকা নিয়ে গেছে।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল মোল্লা জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। যেহেতু নিহতের হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ছিল সেহেতু প্রাথমিকভাবে এটা হত্যা বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, প্রাথমিভাবে আরও ধারণা করা হচ্ছে যে, গত রাতের কোনো এক সময় তাকে হত্যা পর লাশ বিছানায় রেখে পালিয়ে যায় দুবৃত্তরা। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।