ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পত্রিকার প্রকাশের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি দৈনিক রাজবাড়ী কন্ঠের প্রকাশকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পাইকগাছায় দু’পক্ষের বিরোধ ঠেকাতে তৃতীয় পক্ষের ৩জন গুরুতর জখম রাজবাড়ীতে শিক্ষকদের লাঞ্চিতের প্রতিবাদে মানববন্ধন গোয়ালন্দ পাক দরবার শরিফ নিয়ে গুজব ছড়ানো সংবাদের প্রতিবাদ প্রথমবারের মতো সেনাসদর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংসদ থেকে যত টাকা খোয়া গেছে আশুলিয়ায় ধর্ষকের গ্রেপ্তার ও বিচারের দাবীতে ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন দৌলতদিয়া- পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনায় ৭ জেলে নিখোঁজ 

আমাদের কোনো দুর্বলতা নেই- বাণিজ্যমন্ত্রী

শিল্পী আক্তার- রংপুর :
  • আপডেট সময় : ০৬:৩৮:০৮ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩ ৮৫ বার পঠিত

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন,তেল, চিনি, ডাল আমদানি করতে হয়। গ্লোবালি এসবের দাম কমলে এখানেও কামানো হয়। এ বিষয়ে আমাদের কোনো দুর্বলতা নেই।
মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে রংপুর জিলা স্কুল মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যেও কিছু দেশ কম দামে পণ্য বিক্রি করলেও বাংলাদেশে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী কখনো কখনো সুযোগ নেয়। এ নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের নজরদারি রয়েছে। সরকারেরও সদিচ্ছা আছে। মন্ত্রণালয়ের হয়তো জনবল সংকট রয়েছে, তারপরও সরকার এ বিষয়ে খুবই সিরিয়াস।

দেশের অবস্থার ওপর অনেক কিছু নির্ভর করে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, এরপরও সরকার চেষ্টা করছে। এক কোটি মানুষকে সাশ্রয়ী মূল্যে চাল, ডাল, তেল টিসিবির মাধ্যমে দেয়া হচ্ছে। এ বিষয়ে সরকার যথেষ্ট সংবেদনশীল। সাধারণ মানুষের প্রতি খেয়াল রাখছে। দেশে প্রায় সাড়ে তিন থেকে সাড়ে তিন কোটি কোটি মানুষ দারিদ্র সীমার নিচে আছে। তারপরও সরকার ৫ কোটির বেশি মানুষকে এই সুবিধাগুলো দিচ্ছে।

২ আগস্ট প্রধানমন্ত্রীর রংপুর সফর প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ১১ বছর আগে রংপুরে এসে রংপুর বিভাগের উন্নয়নের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। তিনি তার সর্বোচ্চ দায়িত্ব পালন করেছেন। তিনি ইতিপূর্বে রংপুরের উন্নয়ন করেছেন এবারও খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় বিষয়ে উন্নয়ন করবেন।
এই জনসভায় প্রধানমন্ত্রী নিজেই সুখবর দেবেন।

স্থানীয় নেতাদের কী দাবি থাকছে প্রধানমন্ত্রীর কাছে তা নিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, তিস্তার দুই পাড়ের উন্নয়ন, দ্রুত গ্যাসের সংযোগ, ইন্ডাস্ট্রিয়াল বেল্ট করা, অর্থনৈতিক জোন করা, ষ মহাসড়কের কাজ আরও ত্বরানিত করা। আমরা আশা করি আমাদের এসব চাওয়া খুব দ্রুত তিনি পূরণ করবেন।

এসময় রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

আমাদের কোনো দুর্বলতা নেই- বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় : ০৬:৩৮:০৮ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন,তেল, চিনি, ডাল আমদানি করতে হয়। গ্লোবালি এসবের দাম কমলে এখানেও কামানো হয়। এ বিষয়ে আমাদের কোনো দুর্বলতা নেই।
মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে রংপুর জিলা স্কুল মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যেও কিছু দেশ কম দামে পণ্য বিক্রি করলেও বাংলাদেশে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী কখনো কখনো সুযোগ নেয়। এ নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের নজরদারি রয়েছে। সরকারেরও সদিচ্ছা আছে। মন্ত্রণালয়ের হয়তো জনবল সংকট রয়েছে, তারপরও সরকার এ বিষয়ে খুবই সিরিয়াস।

দেশের অবস্থার ওপর অনেক কিছু নির্ভর করে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, এরপরও সরকার চেষ্টা করছে। এক কোটি মানুষকে সাশ্রয়ী মূল্যে চাল, ডাল, তেল টিসিবির মাধ্যমে দেয়া হচ্ছে। এ বিষয়ে সরকার যথেষ্ট সংবেদনশীল। সাধারণ মানুষের প্রতি খেয়াল রাখছে। দেশে প্রায় সাড়ে তিন থেকে সাড়ে তিন কোটি কোটি মানুষ দারিদ্র সীমার নিচে আছে। তারপরও সরকার ৫ কোটির বেশি মানুষকে এই সুবিধাগুলো দিচ্ছে।

২ আগস্ট প্রধানমন্ত্রীর রংপুর সফর প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ১১ বছর আগে রংপুরে এসে রংপুর বিভাগের উন্নয়নের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। তিনি তার সর্বোচ্চ দায়িত্ব পালন করেছেন। তিনি ইতিপূর্বে রংপুরের উন্নয়ন করেছেন এবারও খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় বিষয়ে উন্নয়ন করবেন।
এই জনসভায় প্রধানমন্ত্রী নিজেই সুখবর দেবেন।

স্থানীয় নেতাদের কী দাবি থাকছে প্রধানমন্ত্রীর কাছে তা নিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, তিস্তার দুই পাড়ের উন্নয়ন, দ্রুত গ্যাসের সংযোগ, ইন্ডাস্ট্রিয়াল বেল্ট করা, অর্থনৈতিক জোন করা, ষ মহাসড়কের কাজ আরও ত্বরানিত করা। আমরা আশা করি আমাদের এসব চাওয়া খুব দ্রুত তিনি পূরণ করবেন।

এসময় রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।