আত্রাই থানা প্রেসক্লাব গঠিত ফরিদুল আলম পিন্টু সভাপতি, ওমর ফারুক সাধারণ সম্পাদক
- আপডেট সময় : ০৪:৪৬:০৯ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩ ১৯৬ বার পঠিত
নওগাঁর আত্রাইয়ে আত্রাই থানা প্রেসক্লাব গঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার আয়োজিত এক সভায় সভাপতিত্ব করেন দৈনিক করতোয়ার সাংবাদিক মুজাহিদ খান।
সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন দৈনিক ইত্তেফাকের সাংবাদিক ফরিদুল আলম পিন্টু, দৈনিক যায়যায়দিন পত্রিকার সাংবাদিক মোঃ ওমর ফারুক, দৈনিক নয়াদিগন্তের সাংবাদিক প্রভাষক রুহুল আমিন, দৈনিক ভোরের কাগজের সাংবাদিক আব্দুল মজিদ মল্লিক প্রমুখ।
আলোচনা শেষে সর্বসম্মতভাবে দৈনিক ইত্তেফাকের আত্রাই উপজেলা সংবাদদাতা ফরিদুল আলম পিন্টুকে সভাপতি, দৈনিক করতোয়ার আত্রাই উপজেলা প্রতিনিধি মুজাহিদ খানকে সিনিয়র সহসভাপতি, দৈনিক যায়যায়দিন পত্রিকার আত্রাই উপজেলা প্রতিনিধি মোঃ ওমর ফারুককে সাধারণ সম্পাদক, দৈনিক নয়াদিগন্তের আত্রাই উপজেলা প্রতিনিধি প্রভাষক রুহুল আমিনকে নির্বাহী সদস্য ও দৈনিক ভোরের কাগজের আত্রাই উপজেলা প্রতিনিধি আব্দুল মজিদ মল্লিককে নির্বাহী সদস্য করে মোট পাঁচ সদস্য বিশিষ্ট ‘আত্রাই থানা প্রেসক্লাব’ এর দুই বছর মেয়াদে একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।