ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পত্রিকার প্রকাশের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি দৈনিক রাজবাড়ী কন্ঠের প্রকাশকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পাইকগাছায় দু’পক্ষের বিরোধ ঠেকাতে তৃতীয় পক্ষের ৩জন গুরুতর জখম রাজবাড়ীতে শিক্ষকদের লাঞ্চিতের প্রতিবাদে মানববন্ধন গোয়ালন্দ পাক দরবার শরিফ নিয়ে গুজব ছড়ানো সংবাদের প্রতিবাদ প্রথমবারের মতো সেনাসদর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংসদ থেকে যত টাকা খোয়া গেছে আশুলিয়ায় ধর্ষকের গ্রেপ্তার ও বিচারের দাবীতে ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন দৌলতদিয়া- পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনায় ৭ জেলে নিখোঁজ 

অসহায় জয়নাল’র হাতে রিক্সা হস্তান্তর

মো. সাজ্জাদ হোসেন- গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৫:৪১:২৩ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪ ৭৬৩ বার পঠিত

“আসো ভালোবাসি দেশকে, দেশের মানুষকে যাদের দুঃখের শেষ নেই”- সেবার ব্রত নিয়ে অসহায় মানুষের পাশে গোয়ালন্দের রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিস লিমিটেড।

পৌর ১ নং ওয়ার্ডের বৃদ্ধ রিক্সা চালক জয়নাল প্রামানিক(৭০) এর পাশে সেবার ব্রত নিয়ে দাঁড়িয়েছেন মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিস লিমিটেডের পরিচালক মো. সেলিম মুন্সী। দীর্ঘ ৫৮ বছর ধরে রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেন জয়নাল প্রামানিক।

তার পরিবারে রয়েছে স্ত্রী, কন‍্যা ও নাতনী। চার জনের সংসারে একমাত্র উপার্জনক্ষম লোক তিনি। এই বৃদ্ধ বয়সে রিক্সা চালিয়ে সংসার চালান তিনি। তার একমাত্র আয়ের বাহন রিক্সার করুন দশা দেখে এগিয়ে আসেন গোয়ালন্দ পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ সজল।
বৃদ্ধ জয়নালের ভাঙাচোরা রিক্সার কথা গিয়ে জানান সেলিম মুন্সীর কাছে। তৎক্ষণাৎ ব‍্যবস্থা নেন সেলিম মুন্সী। নতুন একটা ব‍্যাটারী চালিত রিক্সা কিনে দেয়ার প্রতিশ্রুতি দেন বৃদ্ধ জয়নাল প্রামানিককে।
কিন্তু সহজ-সরল অসহায় জয়নাল প্রামানিক তার দীর্ঘদিন চালিত রিক্সা হাতছাড়া করতে রাজি নন। স্মৃতি হিসাবে তার পুরাতন রিক্সা মেরামত করে দেয়ার অনুরোধ জানান তাকে।
তার কথামত ৩১ মার্চ রবিবার দুপুর দেড়টায় মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিস লিমিটেডের বাস্তবায়নে পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ সজলের উদ্যোগে মেরামত করা রিক্সাটি হস্তান্তর করা হয় জয়নাল প্রামানিকের কাছে।

রিক্সা হস্তান্তর কার্যক্রমে এসময় উপস্থিত ছিলেন মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিস লিমিটেডের পরিচালক মো. সেলিম মুন্সী, গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম শেখ, সাবেক সভাপতি রাশেদুল হক রায়হান, পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ সজলসহ ছাত্রলীগের অন‍্যান‍্য নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক।

রিক্সা পেয়ে জয়নাল প্রামানিক জানান, আমার রিক্সাটি দীর্ঘদিন চালানোর কারণে ভেঙ্গে নষ্ট হয়ে গিয়েছে। ভাঙা রিক্সা চালানো খুবই কষ্ট হতো। সেলিম মুন্সী আমারে নতুন রিক্সা দিয়েছে এজন্য তার কাছে আমি কৃতজ্ঞ। আল্লাহ্ তার ভালো করুক।

মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিস লিমিটেডের পরিচালক মো. সেলিম মুন্সী বলেন, পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আমাকে বৃদ্ধ জয়নাল চাচার কষ্টের কথা জানালে সাথে সাথে আমি তার রিক্সা মেরামত করার সিদ্ধান্ত নেয়। ইনশাআল্লাহ, এরকম আরও কোনো অসহায় মানুষ থাকলে চেষ্টা করবো তাদের পাশে দাঁড়ানোর।

অসহায় জয়নাল’র হাতে রিক্সা হস্তান্তর

আপডেট সময় : ০৫:৪১:২৩ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪

“আসো ভালোবাসি দেশকে, দেশের মানুষকে যাদের দুঃখের শেষ নেই”- সেবার ব্রত নিয়ে অসহায় মানুষের পাশে গোয়ালন্দের রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিস লিমিটেড।

পৌর ১ নং ওয়ার্ডের বৃদ্ধ রিক্সা চালক জয়নাল প্রামানিক(৭০) এর পাশে সেবার ব্রত নিয়ে দাঁড়িয়েছেন মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিস লিমিটেডের পরিচালক মো. সেলিম মুন্সী। দীর্ঘ ৫৮ বছর ধরে রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেন জয়নাল প্রামানিক।

তার পরিবারে রয়েছে স্ত্রী, কন‍্যা ও নাতনী। চার জনের সংসারে একমাত্র উপার্জনক্ষম লোক তিনি। এই বৃদ্ধ বয়সে রিক্সা চালিয়ে সংসার চালান তিনি। তার একমাত্র আয়ের বাহন রিক্সার করুন দশা দেখে এগিয়ে আসেন গোয়ালন্দ পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ সজল।
বৃদ্ধ জয়নালের ভাঙাচোরা রিক্সার কথা গিয়ে জানান সেলিম মুন্সীর কাছে। তৎক্ষণাৎ ব‍্যবস্থা নেন সেলিম মুন্সী। নতুন একটা ব‍্যাটারী চালিত রিক্সা কিনে দেয়ার প্রতিশ্রুতি দেন বৃদ্ধ জয়নাল প্রামানিককে।
কিন্তু সহজ-সরল অসহায় জয়নাল প্রামানিক তার দীর্ঘদিন চালিত রিক্সা হাতছাড়া করতে রাজি নন। স্মৃতি হিসাবে তার পুরাতন রিক্সা মেরামত করে দেয়ার অনুরোধ জানান তাকে।
তার কথামত ৩১ মার্চ রবিবার দুপুর দেড়টায় মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিস লিমিটেডের বাস্তবায়নে পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ সজলের উদ্যোগে মেরামত করা রিক্সাটি হস্তান্তর করা হয় জয়নাল প্রামানিকের কাছে।

রিক্সা হস্তান্তর কার্যক্রমে এসময় উপস্থিত ছিলেন মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিস লিমিটেডের পরিচালক মো. সেলিম মুন্সী, গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম শেখ, সাবেক সভাপতি রাশেদুল হক রায়হান, পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ সজলসহ ছাত্রলীগের অন‍্যান‍্য নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক।

রিক্সা পেয়ে জয়নাল প্রামানিক জানান, আমার রিক্সাটি দীর্ঘদিন চালানোর কারণে ভেঙ্গে নষ্ট হয়ে গিয়েছে। ভাঙা রিক্সা চালানো খুবই কষ্ট হতো। সেলিম মুন্সী আমারে নতুন রিক্সা দিয়েছে এজন্য তার কাছে আমি কৃতজ্ঞ। আল্লাহ্ তার ভালো করুক।

মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিস লিমিটেডের পরিচালক মো. সেলিম মুন্সী বলেন, পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আমাকে বৃদ্ধ জয়নাল চাচার কষ্টের কথা জানালে সাথে সাথে আমি তার রিক্সা মেরামত করার সিদ্ধান্ত নেয়। ইনশাআল্লাহ, এরকম আরও কোনো অসহায় মানুষ থাকলে চেষ্টা করবো তাদের পাশে দাঁড়ানোর।