ফরিদপুরে ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৩ সমাপনী অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:৪১:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩ ১২২ বার পঠিত
শহরের অম্বিকা মেমোরিয়াল হলে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হলো ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ।
এ উপলক্ষ্যে সেমিনার, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান।
অনুষ্ঠানে জনাব আশেকুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি), এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ শাহজাহান, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর,
উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন মোঃ লিটন আলী অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), ফরিদপুর, জনাব বিপুল চন্দ্র দাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ফরিদপুর, অসীম কুমার সাহা, অধ্যক্ষ, সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর, কাজী গোলাম মোস্তফা, অধ্যক্ষ, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ, ফরিদপুর, আব্দুর রাজ্জাক মোল্লা, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ফরিদপুর সদর, ফরিদপুরসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ করা যেতে পারে এই মেলায় মোট ১৮ টি বিভিন্ন স্কুল কলেজের স্টল অংশগ্রহণ করে । পরে তাদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
এর আগে সকালে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।