সুনামগঞ্জ শাল্লার হবিবপুর গ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
- আপডেট সময় : ১০:৩০:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩ ২৬০ বার পঠিত
সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের হবিবপুর গ্রামের দুই বছরের একটি শিশু খেলা করতে করতে বাড়ির পাশে একটি পুকুরে পরে শিশুটির মৃত্যু হয়। শিশুটির নাম সূর্য্য দাস(২০) । সে উপজেলার হবিবপুর গ্রামের সাধু দাসের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জাান যায়,সোমবার বিকেলে শিশুটি বাড়ির উঠানে খেলা করার এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরের দিকে গিয়ে হঠাৎ পানিতে পরে নিখোঁজ হয়ে যায়।
বাড়ির লোকজন অনেক খোজাঁখুজি করে না পেয়ে পরবর্তীতে পুকুরে নেমে পানির নীচে শিশুটির লাশ পায়ে লাগে । পরে পানির নীচ থেকে শিশুর লাশটি তুলে এনে দেখতে পান ততক্ষনে শিশুটি মৃত্যুবরণ করেছে। পরে লাশটি বাড়িতে নিয়ে গেলে এক হৃদয় বিধারক দৃশ্যের অবতারণা হয়। তাৎক্ষনিক ঘটনাটি শাল্লা থানা পুলিশকে অবহিত করা হয়।
এ ব্যাপারে শাল্লা থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আমিনুল ইসলাম জানান বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে। তবে তিনি সকল অভিভাবককে আরো বেশী সচেতন হয়ে বাচ্ছাদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করার দিকে গুরুত্বারোপ করেন।