ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপাচার্য নিয়োগের দাবিতে ইবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট সংস্কার সাতক্ষীরা উপকূলে বিশ্ব জলবায়ু ধর্মঘট কর্মসূচী পালিত বালিয়াকান্দিতে এ্যাসেডের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচী পালিত ভোলা প্রেসক্লাবে গনমাধ্যম কর্মীদের সাথে বরিশাল রেঞ্জ ডিআইজি মত বিনিময়  আত্রাইয়ে মহিলাদের আত্মকর্মসংস্থানে ক্ষুদ্র ঋণ বিতরণ নাগেশ্বরী উপজেলা বেসরকারি শিক্ষক কর্মচারী সমন্বয় পরিষদের কমিটি গঠন পত্রিকার প্রকাশের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি দৈনিক রাজবাড়ী কন্ঠের প্রকাশকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পাইকগাছায় দু’পক্ষের বিরোধ ঠেকাতে তৃতীয় পক্ষের ৩জন গুরুতর জখম

সালথায় জাতীয় আইনগত সহায়তা দিবস পা‌লিত

শরিফুল হাসান-সালথা (ফ‌রিদপুর):
  • আপডেট সময় : ০৮:০৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩ ১২৮ বার পঠিত

বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন এই প্রতিপাদ‌্য বিষয়‌কে সাম‌নে রে‌খে ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় জাতীয় আইনগত সহায়তা দিব‌স-২০২৩ পা‌লিত হ‌য়ে‌ছে।

দিবস‌টি উদযাপন উপল‌ক্ষে শুক্রবার (২৮ এ‌প্রিল) বেলা সা‌ড়ে ১০ টায় উপ‌জেলা প্রশাস‌নের আ‌য়োজ‌নে এক‌টি র‌্যা‌লি উপজেলা চত্ত¡র থে‌কে শুরু হ‌য়ে প্রধান প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে উপ‌জেলা চত্ত¡‌রে এ‌সে শেষ হয়। এরপর উপ‌জেলা পরিষদ স‌ম্মেলন ক‌ক্ষে এক আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হয়।

আ‌লোচনা সভায় বক্তারা জাতীয় পর্যায় থে‌কে শুরু ক‌রে সব ক্ষে‌‌ত্রে আইনগত সহায়তা বা লিগ‌্যাল এই‌ডের গুরুত্ব তু‌লে ধ‌রেন। ‌বিনামূল্যে আই‌নি সহয়তা ও মামলার জট খুল‌তে আইনগত সহয়তা নেওয়ার কথা ব‌লেন।

সালথা উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার (অ‌তিঃদাঃ) ও সহকারী ক‌মিশনার (ভূমি) মোঃ সালাহউ‌দ্দিন আইয়ূবীর সভাপ‌তি‌ত্বে এসময় উপ‌স্থিত ছি‌লেন, উপ‌জেলা পরিষ‌দের চেয়ারম‌্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর। আরও উপ‌স্থিত ছি‌লেন, উপ‌জেলা কৃ‌ষি অ‌ফিসার কৃ‌ষি‌বিদ জীবাংশু দাস, বীর মু‌ক্তি‌যোদ্ধা আবুল কালাম আজাদ, সালথা থানা পু‌লি‌শে এসআই ফরহাদ হো‌সেন, জেলা যুবলী‌গের আহবায়ক ক‌টির সদস‌্য শওকত হো‌সেন মুকুল প্রমূখ। আ‌লোচনা সভাটি সঞ্চালনা ক‌রে সহকারী উপ‌জেলা শিক্ষা অ‌ফিসার কৃষ্ণচন্দ্র চক্রবর্তী।

সালথায় জাতীয় আইনগত সহায়তা দিবস পা‌লিত

আপডেট সময় : ০৮:০৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩

বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন এই প্রতিপাদ‌্য বিষয়‌কে সাম‌নে রে‌খে ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় জাতীয় আইনগত সহায়তা দিব‌স-২০২৩ পা‌লিত হ‌য়ে‌ছে।

দিবস‌টি উদযাপন উপল‌ক্ষে শুক্রবার (২৮ এ‌প্রিল) বেলা সা‌ড়ে ১০ টায় উপ‌জেলা প্রশাস‌নের আ‌য়োজ‌নে এক‌টি র‌্যা‌লি উপজেলা চত্ত¡র থে‌কে শুরু হ‌য়ে প্রধান প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে উপ‌জেলা চত্ত¡‌রে এ‌সে শেষ হয়। এরপর উপ‌জেলা পরিষদ স‌ম্মেলন ক‌ক্ষে এক আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হয়।

আ‌লোচনা সভায় বক্তারা জাতীয় পর্যায় থে‌কে শুরু ক‌রে সব ক্ষে‌‌ত্রে আইনগত সহায়তা বা লিগ‌্যাল এই‌ডের গুরুত্ব তু‌লে ধ‌রেন। ‌বিনামূল্যে আই‌নি সহয়তা ও মামলার জট খুল‌তে আইনগত সহয়তা নেওয়ার কথা ব‌লেন।

সালথা উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার (অ‌তিঃদাঃ) ও সহকারী ক‌মিশনার (ভূমি) মোঃ সালাহউ‌দ্দিন আইয়ূবীর সভাপ‌তি‌ত্বে এসময় উপ‌স্থিত ছি‌লেন, উপ‌জেলা পরিষ‌দের চেয়ারম‌্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর। আরও উপ‌স্থিত ছি‌লেন, উপ‌জেলা কৃ‌ষি অ‌ফিসার কৃ‌ষি‌বিদ জীবাংশু দাস, বীর মু‌ক্তি‌যোদ্ধা আবুল কালাম আজাদ, সালথা থানা পু‌লি‌শে এসআই ফরহাদ হো‌সেন, জেলা যুবলী‌গের আহবায়ক ক‌টির সদস‌্য শওকত হো‌সেন মুকুল প্রমূখ। আ‌লোচনা সভাটি সঞ্চালনা ক‌রে সহকারী উপ‌জেলা শিক্ষা অ‌ফিসার কৃষ্ণচন্দ্র চক্রবর্তী।