ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জনগণকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যোগ্য নেতৃত্ব বেছে নেওয়ার আহবান ভিপি নূরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা আত্রাইয়ে সীতাতলার মেলায় লটারির নামে ভূয়া কুপন বিক্রি করে প্রায় ২০ লক্ষ টাকার প্রতারণা  যে কারণে হিলিতে মাছের দাম বেড়েছে টাঙ্গাইল বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন ৮ মাসের অন্তঃসত্ত্বা প্রবাসীর স্ত্রী খানসামায় ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা উদ্বোধন ফরিদপুরে টার্মিনালে রাখা বাসে গভীর রাতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা হাকিমপুরে সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ আলফাডাঙ্গা সরকারি হাই স্কুলের ক্রীড়া শিক্ষকের বিদায়ী সংবর্ধনা

সাতক্ষীরা পৌর মেয়রের বরখাস্ত অবৈধ: হাইকোর্ট

সাতক্ষীরা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৪৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫ ২৫ বার পঠিত

সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রকাশ করা গেজেট অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।
রোববার (১২ জানুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তানভীর আহমেদ।

এর আগে ২০২৩ সালে সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদের পদটি শূন্য ঘোষণা করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গেজেট স্থগিত করেন হাইকোর্ট। পাশাপাশি রুল জারি করা হয়।

গত ৬ ফেব্রুয়ারি তাসকিন আহমেদকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং এক নম্বর প্যানেল মেয়রকে দায়িত্বভার দেওয়া হয়। তবে গত ১৪ ফেব্রুয়ারি এক আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারের আদেশ দুটির কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। তবে হাইকোর্টের আদেশ অনুসারে তাসকিন আহমেদ চিশতী মেয়র হিসেবে দায়িত্ব পালন করতে গেলে— সাতক্ষীরা পৌরসভার নির্বাহী কর্মকর্তা এবং প্যানেল মেয়র সরাসরি তাকে বাধা দেন এবং লাঞ্ছিত করেন। এরই ধারাবাহিকতায় তাসকিন আহমেদ চিশতীর পক্ষে হাইকোর্টে একটি সম্পূরক আবেদন করা হয়। ওই আবেদনের শুনানি নিয়ে তাসকিন আহমেদ চিশতীকে তার দায়িত্বভার বুঝিয়ে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

এদিকে গত ২৩ নভেম্বর তাসকিনকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়। পরে সেই আদেশ স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

ওই রিটের শুনানি নিয়ে গত ১১ ডিসেম্বর সাতক্ষীরা পৌরসভার মেয়রের শূন্য পদের ওপর স্থগিতাদেশ দেন হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দেন।

ট্যাগস :

সাতক্ষীরা পৌর মেয়রের বরখাস্ত অবৈধ: হাইকোর্ট

আপডেট সময় : ১০:৪৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫

সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রকাশ করা গেজেট অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।
রোববার (১২ জানুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তানভীর আহমেদ।

এর আগে ২০২৩ সালে সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদের পদটি শূন্য ঘোষণা করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গেজেট স্থগিত করেন হাইকোর্ট। পাশাপাশি রুল জারি করা হয়।

গত ৬ ফেব্রুয়ারি তাসকিন আহমেদকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং এক নম্বর প্যানেল মেয়রকে দায়িত্বভার দেওয়া হয়। তবে গত ১৪ ফেব্রুয়ারি এক আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারের আদেশ দুটির কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। তবে হাইকোর্টের আদেশ অনুসারে তাসকিন আহমেদ চিশতী মেয়র হিসেবে দায়িত্ব পালন করতে গেলে— সাতক্ষীরা পৌরসভার নির্বাহী কর্মকর্তা এবং প্যানেল মেয়র সরাসরি তাকে বাধা দেন এবং লাঞ্ছিত করেন। এরই ধারাবাহিকতায় তাসকিন আহমেদ চিশতীর পক্ষে হাইকোর্টে একটি সম্পূরক আবেদন করা হয়। ওই আবেদনের শুনানি নিয়ে তাসকিন আহমেদ চিশতীকে তার দায়িত্বভার বুঝিয়ে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

এদিকে গত ২৩ নভেম্বর তাসকিনকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়। পরে সেই আদেশ স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

ওই রিটের শুনানি নিয়ে গত ১১ ডিসেম্বর সাতক্ষীরা পৌরসভার মেয়রের শূন্য পদের ওপর স্থগিতাদেশ দেন হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দেন।