জাতীয় পার্টি পিপীলিকা নয়-জাতীয় পার্টি বাজপাখি : মোস্তফা
- আপডেট সময় : ০৯:৪৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪ ১১৬ বার পঠিত
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান,রংপুর মহানগর সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশন সাবেক মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, জাতীয় পার্টির পিপীলিকা নয়, জাতীয় পার্টি বাজপাখি।
জাতীয় পার্টিকে নিয়ে যারা ষড়যন্ত্রের নেমেছেন তাদের উদ্দেশ্য করেন তিনি বলেন, কত সাবান এলোগেলো তিব্বত সাবান রয়ে গেল। জাতীয় পার্টি এতো ছোট দল নয়, ৪২ বছরের দল, ৯বছর সফলতার সাথে এদেশ পরিচালনা করেছে। জাতীয় পার্টিকে বাদ দিয়ে এদেশের মাটিতে কোন প্রকার নির্বাচন হতে দেয়া হবে না। রাজপথেই তাদের ষড়যন্ত্র প্রতিহত করা হবে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় সেন্টারস্থ দলীয় কার্যালয়ের সামনে জেলা ও মহানগর জাতীয় পার্টি আয়োজিত এক বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, জাতীয় পার্টিকে মাঠ পর্যায়ে ঢেলে সাজিয়ে একটা শক্তিশালী সাংগঠনিক ভিত্তি তৈরী করার মেসেজ দেয়ার জন্য এই কর্মী সমাবেশ। প্রত্যেক ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি ও উপজেলা কমিটি শক্তিশালীভাবে গঠনের জন্য এখন থেকে প্রস্তুতি নিবেন। দ্রুত সময়ের মধ্যে কাউন্সিলের মাধ্যমে প্রতিটি কমিটি করার প্রস্তুতি গ্রহণ করবেন। রংপুর মহানগরে জাতীয় পার্টি ও তার প্রতিটি অঙ্গ ও সহযোগি সংগঠন সংগঠিত আছে, যে কোন মুহুর্তে আমাদের ডাক আসলে রংপুরকে অচল করে দেয়া হবে।
জাতীয় পার্টিকে নিয়ে নানা ষড়যন্ত্রে বিভিন্ন রাজনৈতিক দলসহ যারা লিপ্ত আছেন তাদের উদ্দেশ্য করেন কো-চেয়ারম্যান মোস্তফা বলেন, তাদের হুশিয়ারী করে দেয়ার সময় আমাদের এসেছে। রংপুর জাতীয় পার্টির ঘাটি, রংপুর জাতীয় পার্টির অস্তিত, এই মাটিতে হুসেইন মুহাম্মদ এরশাদ সহিত আছে। এই পার্টিকে নিয়ে কোন প্রকার ষড়যন্ত্র করতে দেয়া হবে না। দরকার হলে বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও জাতীয় পার্টির রাজনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটাই হল আজকে দিনের অঙ্গীকার।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস.এম ইয়াসির এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মোঃ আজমল হোসেন লেবু, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা জাতীয় যুব সংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিম, কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক ও রংপুর মহানগর সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহেদুল ইসলাম ও জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মোঃ আরিফ আলী।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মোঃ মাসুদ নবী মুন্না, জাতীয় পার্টি কেন্দ্রীয় সদস্য মোঃ রুহুল আমিন লিটন, জাতীয় পার্টি মিঠাপুকুর উপজেলা আহবায়ক মোঃ আনিসুর রহমান আনিস, তারাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহিনুর রহমান মার্শাল, বদরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাসুদ রানা, গঙ্গাচড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় সদস্য ও রংপুর মহানগর জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক মোঃ ফারুক হোসেন মন্ডল, জাতীয় যুব সংহতি রংপুর জেলার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, জাতীয় যুব সংহতি রংপুর মহানগর আহবায়ক ইউসুফ আহমেদ, সদস্য সচিব গোলাম মোস্তফা হীরা, জাতীয় শ্রমিক পার্টি রংপুর মহানগর সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক মজাহারুল ইসলাম মন্টু, জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর সভাপতি আমিনুল ইসলামসহ জাতীয় পার্টি রংপুর মহানগরীর বিভিন্ন ওয়ার্ড ও জেলার বিভিন্ন উপজেলা এবং ইউনিয়নের নেতৃবৃন্দ।