আন্তঃ স্কুল জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন মারুফ মডেল উচ্চ বিদ্যালয়
- আপডেট সময় : ১০:০৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ ৫৬ বার পঠিত
চট্টগ্রাম আন্তঃ স্কুল জেলা প্রশাসক ফুটবল টুর্ণামেন্ট (বালক) ২০২৪ ফাইনালে মিরসরাই উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে মারুফ মডেল উচ্চ বিদ্যালয়।
বুধবার বিকালে মিঠাছরা উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে ট্রাইব্রেকারে মারুফ মডেল উচ্চ বিদ্যালয় ২-১ গোলে করেরহাট কামিনী উচ্চ বিদ্যালয়কে পরাজিত কওে উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত টুর্ণামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন।
উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, মিঠাছরা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সাইফুল্লাহ দিদার, করেরহাট কামিনী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সাখাওয়াত উল্লাহ রিপন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কামরুল আহসান হাবীব, মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।
উল্লেখ্য, ২০২৩ সালে উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতি-মিরসরাই কর্তৃক আয়োজিত ৫০তম গ্রীষ্মকালীন ফুটবল টুর্ণামেন্ট (জোনাল ফুটবল) উপজেলা চ্যাম্পিয়ন হয় মারুফ মডেল উচ্চ বিদ্যালয়।