ঈশ্বরগঞ্জে মহিলা এমপি ব্যরিস্টার ফারজানা ছাত্তারকে বরণ
- আপডেট সময় : ১২:১৬:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ৫৬ বার পঠিত
জাতীয় সংসদের ৩২১ সংরক্ষিত মহিলা আসন-২১ এর সংসদ সদস্য ব্যরিস্টার ফারজানা ছাত্তার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আগমন উপলক্ষে পৌর শহরস্থ পাটবাজারে বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার বিকেলে বিপুল সংখ্যক মোটর সাইকেল ও গাড়ি শোভাযাত্রার মাধ্যমে উপজেলা সদরে প্রবেশ করেন ব্যরিস্টার ফারজানা ছাত্তার এমপি। এসময় উপজেলা আওয়ামী লীগ, পৌর যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে বরণ করে নেন।
ব্যরিস্টার ফারজানা ছাত্তার প্রথমে বিজয় একাত্তোর চত্ত্বরস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। পরে তিনি পাটবাজারের বরণ অনুষ্ঠানে যোগ দেন।
সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস ছাত্তারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন ভুঁইয়ার সঞ্চালনায় বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রফিকুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ প্রমুখ।
এ সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল মড়ল, কোষাদক্ষ মতিউর রহমান মতি, দফতর সম্পাদক রুহুল আমীন রাহুল, যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম মাসুদ, পৌর আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান, পৌর যুবলীগের সভাপতি আশরাফুল আলম সুমন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রানা আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি, ইউপি চেয়ারম্যান জুবের আলম কবীর রুপক, হাসান মাহমুদ রানা, শামছুল আলম ঝন্টু সহ আরো অনেকেই।