ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পত্রিকার প্রকাশের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি দৈনিক রাজবাড়ী কন্ঠের প্রকাশকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পাইকগাছায় দু’পক্ষের বিরোধ ঠেকাতে তৃতীয় পক্ষের ৩জন গুরুতর জখম রাজবাড়ীতে শিক্ষকদের লাঞ্চিতের প্রতিবাদে মানববন্ধন গোয়ালন্দ পাক দরবার শরিফ নিয়ে গুজব ছড়ানো সংবাদের প্রতিবাদ প্রথমবারের মতো সেনাসদর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংসদ থেকে যত টাকা খোয়া গেছে আশুলিয়ায় ধর্ষকের গ্রেপ্তার ও বিচারের দাবীতে ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন দৌলতদিয়া- পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনায় ৭ জেলে নিখোঁজ 

ত্রাণের অনুদানে যৌনপল্লীবাসীর টানাটানির ঈদ

মো. সাজ্জাদ হোসেন-গোয়ারন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৬:৫১:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪ ৪১ বার পঠিত

দেশের বৃহত্তম রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলাধীন দৌলতদিয়া যৌনপল্লীর অসহায় নারীদের কাছে আনন্দের পরিবর্তে ঈদ এসেছে কষ্টের একেবারেই কারণ হয়ে।

অর্থকষ্টে তাদের বেশিরভাগই নিজেরা এবং সন্তানদের জন্য কিনতে পারেননি নতুন পোশাক। জুটছে না একটু ভালোমানের খাবার। সরকারী-বেসরকারী ত্রাণের অনুদানে চলছে তাদের ঈদ প্রস্তুতি।

যৌনপল্লীর বাসিন্দারা জানান, সাওম পালন উপলক্ষে যৌনপল্লীতে কমেছে লোকজনের সমাগম। আয় রোজগার নেই বললেই চলে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি – বেসরকারি সামান‍্য অনুদান মিললেও হাসি নেই যৌনজীবীদের মুখে। পুরো একমাস রমজান থাকায় যৌনপল্লীতে খদ্দের নেই। অতি কষ্টে জীবন পার করছেন তারা। বিগত দেড় বছর আগে পদ্মা সেতু চালু হওয়ায় বেশিরভাগ যানবাহন পদ্মা সেতু দিয়ে পারাপার হয়। ফলে দৌলতদিয়া ঘাটে আগের মতো যাত্রীর সমাগম নেই। সেই সাথে দৌলতদিয়া ঘাট পর্যন্ত ট্রেনের পরিমানও কমে যাওয়ায় দৌলতদিয়া ঘাটে দূরদূরান্ত থেকে পল্লীতে আসা লোকজনের সংখ্যা কমে গেছে আশংকাজনক ভাবে।।

সরেজমিনে আলাপকালে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন যৌনকর্মী বলেন, পদ্মা সেতু চালু হওয়ার আগে আমাদের আয়-রোজগার ছিলো অনেক। আবার রেলগাড়ি কমিয়ে দেওয়ায় খদ্দেরও অনেক কমে গেছে। পুরো রোজার মাসে যৌনপল্লীতে লোক নেই। অতি কষ্টে কাটছে আমাদের জীবন। ছেলেমেয়েদের পোশাক কিনে দেয়ার সামর্থ্য নেই আমাদের অনেকের।

এদিকে গত ৬ এপ্রিল শনিবার বেসরকারী সংগঠন উত্তরণ ফাউন্ডেশনের পক্ষ হতে যৌনপল্লীর ১৭’শ নারীকে একটি করে শাড়ী এবং ঈদের দিন রান্না করে খাওয়ার জন্য ঈদ উপহার সামগ্রী প্রদান করে। এছাড়া পরদিন ৭ এপ্রিল রবিবার সরকারিভাবে পল্লীর ৫’শ জন নারীকে ভিজিএফের ২০ কেজি করে চাউল বিতরণ করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান।

পল্লীর কয়েকটি সূত্র জানায়, এ সকল সহযোগীতা পল্লীর অসহায় নারীদের অনেক উপকারে আসবে। তবে এখানকার মাদকাসক্ত কোন কোন মহিলা এ সকল অনুদান হাতে পেয়ে বিক্রি করে দিয়ে মাদক সেবন করেছে।

সূত্র জানায়, অনুদানের সহায়তায় অসহায় নারীদের কোনরকম খাবারের সংস্হান হলেও হাতে নগদ টাকা না থাকায় সন্তানদের জন্য অধিকাংশই তেমন কিছু কিনে দিতে পারেননি।

যৌনপল্লীর নারীদের নিয়ে কাজ করা সংগঠন অসহায় নারী-ঐক‍্য সংগঠনের সভানেত্রী ও উত্তরন ফাউন্ডেশনের সদস্য ঝুমুর বেগম বলেন, রোজার মাসে যৌনপল্লীতে তেমন খদ্দের আসে না। ফলে পল্লীর মেয়েদের আয়-রোজগারও তেমন থাকে না। এই মাসটা অনেকটা খেয়ে না খেয়েই তাদের কাটছে। তাদের অসহায়ত্ত্বের কথা চিন্তা করে পুলিশ কমিশনার হাবিবুর রহমান স‍্যার তার উত্তরণ ফাউন্ডেশনের পক্ষ হতে এখানে ১৭’শ যোনকর্মী ও অসহায় নারীর মাঝে নতুন শাড়ী ও ঈদ উপহার হিসাবে সেমাই, চিনি, তেল, ডাউল, চাউল, গুড়া দুধ ইত্যাদি উপহার হিসেবে প্রদান করেছেন। ডিসি স্যারও ৫’শ জনকে চাল দিয়ে সহযোগিতা করেছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তবে হাতে নগদ টাকা না থাকায় অনেকে ছেলে-মেয়েদের নতুন পোশাক কিনতে পারেনি।

এ সম্পর্কে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ‍্যােতি বিকাশ চন্দ্র বলেন, যৌনপল্লীর বাসিন্দারাও দেশের নাগরিক। অন‍্য সাধারণ মানুষের মতো তাদেরও ঈদের আনন্দ উপভোগ করার অধিকার রয়েছে। এ বিবেচনায় সরকারের ত্রাণ তহবিল থেকে ডিসি স‍্যার নিজে উপস্হিত থেকে পল্লীর বাছাইকৃত ৫’শ জন দুঃস্হ্য নারীকে ২০ কেজি করে চাউল বিতরন করেন। আশা করি এই অনুদান তাদের কিছুটা হলেও উপকারে আসবে।

ত্রাণের অনুদানে যৌনপল্লীবাসীর টানাটানির ঈদ

আপডেট সময় : ০৬:৫১:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪

দেশের বৃহত্তম রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলাধীন দৌলতদিয়া যৌনপল্লীর অসহায় নারীদের কাছে আনন্দের পরিবর্তে ঈদ এসেছে কষ্টের একেবারেই কারণ হয়ে।

অর্থকষ্টে তাদের বেশিরভাগই নিজেরা এবং সন্তানদের জন্য কিনতে পারেননি নতুন পোশাক। জুটছে না একটু ভালোমানের খাবার। সরকারী-বেসরকারী ত্রাণের অনুদানে চলছে তাদের ঈদ প্রস্তুতি।

যৌনপল্লীর বাসিন্দারা জানান, সাওম পালন উপলক্ষে যৌনপল্লীতে কমেছে লোকজনের সমাগম। আয় রোজগার নেই বললেই চলে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি – বেসরকারি সামান‍্য অনুদান মিললেও হাসি নেই যৌনজীবীদের মুখে। পুরো একমাস রমজান থাকায় যৌনপল্লীতে খদ্দের নেই। অতি কষ্টে জীবন পার করছেন তারা। বিগত দেড় বছর আগে পদ্মা সেতু চালু হওয়ায় বেশিরভাগ যানবাহন পদ্মা সেতু দিয়ে পারাপার হয়। ফলে দৌলতদিয়া ঘাটে আগের মতো যাত্রীর সমাগম নেই। সেই সাথে দৌলতদিয়া ঘাট পর্যন্ত ট্রেনের পরিমানও কমে যাওয়ায় দৌলতদিয়া ঘাটে দূরদূরান্ত থেকে পল্লীতে আসা লোকজনের সংখ্যা কমে গেছে আশংকাজনক ভাবে।।

সরেজমিনে আলাপকালে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন যৌনকর্মী বলেন, পদ্মা সেতু চালু হওয়ার আগে আমাদের আয়-রোজগার ছিলো অনেক। আবার রেলগাড়ি কমিয়ে দেওয়ায় খদ্দেরও অনেক কমে গেছে। পুরো রোজার মাসে যৌনপল্লীতে লোক নেই। অতি কষ্টে কাটছে আমাদের জীবন। ছেলেমেয়েদের পোশাক কিনে দেয়ার সামর্থ্য নেই আমাদের অনেকের।

এদিকে গত ৬ এপ্রিল শনিবার বেসরকারী সংগঠন উত্তরণ ফাউন্ডেশনের পক্ষ হতে যৌনপল্লীর ১৭’শ নারীকে একটি করে শাড়ী এবং ঈদের দিন রান্না করে খাওয়ার জন্য ঈদ উপহার সামগ্রী প্রদান করে। এছাড়া পরদিন ৭ এপ্রিল রবিবার সরকারিভাবে পল্লীর ৫’শ জন নারীকে ভিজিএফের ২০ কেজি করে চাউল বিতরণ করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান।

পল্লীর কয়েকটি সূত্র জানায়, এ সকল সহযোগীতা পল্লীর অসহায় নারীদের অনেক উপকারে আসবে। তবে এখানকার মাদকাসক্ত কোন কোন মহিলা এ সকল অনুদান হাতে পেয়ে বিক্রি করে দিয়ে মাদক সেবন করেছে।

সূত্র জানায়, অনুদানের সহায়তায় অসহায় নারীদের কোনরকম খাবারের সংস্হান হলেও হাতে নগদ টাকা না থাকায় সন্তানদের জন্য অধিকাংশই তেমন কিছু কিনে দিতে পারেননি।

যৌনপল্লীর নারীদের নিয়ে কাজ করা সংগঠন অসহায় নারী-ঐক‍্য সংগঠনের সভানেত্রী ও উত্তরন ফাউন্ডেশনের সদস্য ঝুমুর বেগম বলেন, রোজার মাসে যৌনপল্লীতে তেমন খদ্দের আসে না। ফলে পল্লীর মেয়েদের আয়-রোজগারও তেমন থাকে না। এই মাসটা অনেকটা খেয়ে না খেয়েই তাদের কাটছে। তাদের অসহায়ত্ত্বের কথা চিন্তা করে পুলিশ কমিশনার হাবিবুর রহমান স‍্যার তার উত্তরণ ফাউন্ডেশনের পক্ষ হতে এখানে ১৭’শ যোনকর্মী ও অসহায় নারীর মাঝে নতুন শাড়ী ও ঈদ উপহার হিসাবে সেমাই, চিনি, তেল, ডাউল, চাউল, গুড়া দুধ ইত্যাদি উপহার হিসেবে প্রদান করেছেন। ডিসি স্যারও ৫’শ জনকে চাল দিয়ে সহযোগিতা করেছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তবে হাতে নগদ টাকা না থাকায় অনেকে ছেলে-মেয়েদের নতুন পোশাক কিনতে পারেনি।

এ সম্পর্কে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ‍্যােতি বিকাশ চন্দ্র বলেন, যৌনপল্লীর বাসিন্দারাও দেশের নাগরিক। অন‍্য সাধারণ মানুষের মতো তাদেরও ঈদের আনন্দ উপভোগ করার অধিকার রয়েছে। এ বিবেচনায় সরকারের ত্রাণ তহবিল থেকে ডিসি স‍্যার নিজে উপস্হিত থেকে পল্লীর বাছাইকৃত ৫’শ জন দুঃস্হ্য নারীকে ২০ কেজি করে চাউল বিতরন করেন। আশা করি এই অনুদান তাদের কিছুটা হলেও উপকারে আসবে।