বাগেরহাটে মুদি দোকানে আগুন ২ জন অগ্নিদগ্ধ
- আপডেট সময় : ১০:৩৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪ ১৩৫ বার পঠিত
বাগেরহাটের কচুয়ায় দেপাড়া বাজারের মুদি দোকানে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে ২ জন মারাত্মক আহত হয়েছে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪ টার দিকে কচুয়া উপজেলার দেপাড়া বাজারে অবস্থিত “সাদমান স্টোর” এর মুদি দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয় বলে জানান ফায়ারসার্ভিস স্টেশন কর্মকর্তা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, চিতলমারীর স্টেশন অফিসার এস এম আব্দুল ওয়াদুদ বলেন, কচুয়া উপজেলার দেপাড়া বাজারের মেসার্স সাদমান স্টোর এর মালিক বাচ্চু শেখ এর মুদি দোকানে বিকাল সাড়ে চারটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
এ সময় দোকানের ভিতর আটকা পরে রেজাউল মুন্সীর ছেলে আমিরুল ইসলাম (১৭), লুৎফর রহমানের ছেলে হাবিব হোসেন (২০) মারাত্মক ভাবে আহত হয় এবং অগ্নি দগ্ধ হয়ে বাগেরহাট সদর হাসপাতাল হাসপাতালে পাঠানো হয় বলে জানান।
স্থানীয় লোকজনের সহায়তায় ও চিতলমারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং অগ্নিদগ্ধ ২ জনকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন এর জন্য পাঠানো হয়। এ ঘটনায় দোকানের প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি ও ১০ লক্ষ্য টাকা উদ্ধার করা হয়েছে।