নান্দাইলে ৪৫ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
- আপডেট সময় : ০৭:৩৪:৪১ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪ ৫৫৯ বার পঠিত
বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনই সমৃদ্ধি এই প্রতিপাদ্যকে গুরুত্ব দিয়ে উপজেলা হলরুমে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
১২ ফেব্রুয়ারি সোমবার সকালে নান্দাইল উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ও বিজ্ঞান জাদুঘরের পৃষ্ঠপোষকতায় ছাত্র ছাত্রীদের নতুন নতুন উদ্ভাবন নিয়ে ১০ টি উচ্চ বিদ্যালয়ের ষ্ঠল হলরুমে ২ দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান, নান্দাইল পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক, বাকচান্দা আব্দুস সামাদ একাডেমীর প্রধান শিক্ষক মোঃ সুলতান আহমেদ, দিলালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, বীর কামটখালি জে বি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাকিম ও অতিথি বৃন্দ।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মোফাখ্খারুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে ১০টি স্কুলের শিক্ষক ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।