সংবাদ শিরোনাম ::
আট মামলায় জামিন নিয়ে কারামুক্ত শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী
শেখ সাইদ আহমেদ সাবাব - শেরপুর :
- আপডেট সময় : ১১:০৩:১৬ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪ ৭১ বার পঠিত
আট মামলায় জামিন নিয়ে কারামুক্ত হয়েছেন
শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হযরত আলী।
আজ ৪ ফেব্রুয়ারী রাতে শেরপুর জেলা কারাগার থেকে তিনি মুক্তি লাভ করেন।
এর শেরপুর জেলা ও দায়রা জজ তৌফিক আজিজ পুলিশ কর্তৃক বিস্ফোরক আইনে দায়েরকৃত ছয়টি মামলায় আজ দুপুরে জামিন প্রদান করেন।
এর আগে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত থেকে হযরত আলী দুইটি মামলায় জামিন লাভ করেন।
হযরত আলীকে গত ৪ জানুয়ারী চরপক্ষীমারি এলাকা থেকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন। দীর্ঘ একমাস কারাভোগের পর শেরপুর জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন।
কারাগার থেকে বেরিয়ে তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে এ সরকারের বিরুদ্ধে আন্দোলন জোরদার করার আহ্বান জানান।