গনসংবর্ধনার জোয়ারে ভাসছেন আলোচিত এমপি ছানু
- আপডেট সময় : ১০:৪৫:০৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪ ১৮১ বার পঠিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ সদর আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী শেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ছানুয়ার হোসেন ছানু এমপিকে গণসংবর্ধনা অব্যহত রেখেছেন বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও প্রতিষ্ঠান।
বুধবার (১৭ জানুয়ারী) সন্ধায় শেরপুর নিউমার্কেট চত্বরে হাজারো মানুষগণসংবর্ধনা প্রদান করেন।
৭ জানুয়ারী নির্বাচনে শেরপুর-১ আসনের পাচঁবারের এমপি ও দুই বারের হুইপ আতিউর রহমান আতিককে ৪৩ হাজার ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করে এমপি নির্বাচিত হওয়ার পর থেকেই জেলাজুড়ে আলোচনায় আসেন স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ছানুয়ার হোসেন ছানু। এরপর থেকেই সবমহলে বইছে আনন্দের জুয়াড়। নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচছা জানানোর জন্য প্রতিদিনই শহরে ছুটে আসছেন হাজারো মানুষ।
১৬ জানুয়ারী শপথ নিয়ে ঢাকা থেকে শেরপুর আসার সময় হাজার হাজার মানুষ বিশাল মোটরসাইকেল শোভাযাত্রায় স্বাগত ও সম্বর্ধনা জানান।
এরই ধারাবাহিকতায় আজও হাজারো মানুষ ফুলেল শুভেচছা জানান।
এসময় শেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোসাদ্দেক ফেরদৌসী, জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।