বাগেরহাট জেলে কামাল হোসেন নামে এক হাজতীর মৃত্যু
- আপডেট সময় : ০৫:১৬:১৭ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪ ৮৮ বার পঠিত
বাগেরহাট জেলা কারাগারে কামাল হোসেন (৪৩) নামের এক হাজতীর মৃত্যু হয়েছে। মৃত কামাল হোসেন বাগেরহাট জেলার মোরেলগঞ্জ পৌর এলাকার সাংকিভাঙ্গা গ্রামে মোখলেছুর রহমান এর পুত্র ।
হাসপাতাল ও কারা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১১ টারদিকে কামাল হোসেন অসুস্থ হয়ে পড়লে সাথে সাথে জেল কর্তৃপক্ষ তাকে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎষক তাকে ভালোভাবে দেখেন এবং তারা জানান রোগী হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।
কামাল হোসেন এর মৃত্যুর বিষয় বাগেরহাটের জেলার আবদুল্লাহেল আল আমিন মুঠোফোনে জানান, আমি ছুটিতে আছি ডেপুটি জেলারের সাথে কথা বলতে বলেন তিনি।
ডেপুটি জেলার মফিজুরর রহমান সাকিল মুঠোফোনে বলেন, আমি অনেক ব্যস্ত আছি এখন কিছু বলতে পারবনা।
বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডাঃ এম এম ফয়সাল ইসলাস স্বর্ন বলেন, রাত ১১ টা ১৫ মিনিটের সময় কামাল হোসেন নামে এক রোগীকে এখানে আনা হয়। ওনাকে আমরা মৃত অবস্থায়d পাই বাগেরহাট জেল খানা থেকে রোগিটি এসেছিল । আমরা এখনই বলতে পারছিনা আসলে কি কারনে তার মৃত্যু হয়েছে ময়না তদন্ত শেষে প্রকৃত কারন জানা যাবে।