সংবাদ শিরোনাম ::
শেরপুরে তিন ইউপি চেয়ারম্যানসহ বিএনপির চার নেতা বহিষ্কার
শেখ সাইদ আহমেদ সাবাব - রংপুর:
- আপডেট সময় : ১০:১৯:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩ ৯৭ বার পঠিত
দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের স্বার্থ বিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে শেরপুরের শ্রীবরদী উপজেলার তিন ইউপি চেয়ারম্যানসহ বিএনপির চার নেতাকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (৩০ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কারকৃতরা হলেন- শেরপুর জেলা বিএনপির সহসভাপতি ও তাতিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রউফ, কুড়িকাহনিয়া ইউনিয়ন চেয়ারম্যান ফিরোজ খান নুন, ভেলুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও ভেলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম, শেরপুর পৌর শাখার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন সেলু।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে তাদেরকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।