সংবাদ শিরোনাম ::
নওগাঁ-৫ আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেন সাবেক সংসদ সদস্য
আব্দুল মজিদ মল্লিক-নওগাঁ:
- আপডেট সময় : ০৮:২৬:২৩ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩ ১৭৫ বার পঠিত
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নওগাঁ-৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়া নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আব্দুল মালেক।
রোববার (১৭ ডিসেম্বর) সকালে রিটার্নিং কর্মকর্তা ও নওগাঁ জেলা প্রশাসক গোলাম মওলার কাছে তিনি প্রার্থিতা প্রত্যাহারের আবেদনপত্র জমা দেন। তবে এ বিষয়ে আব্দুল মালেকের কোন বক্তব্য পাওয়া যায়নি।
নওগাঁ জেলা প্রশাসক গোলাম মওলা বলেন, আব্দুল মালেক ব্যক্তিগত কারণে প্রার্থিতা প্রত্যাহার করছেন বলে উল্লেখ করেছেন। আমরা তার আবেদন গ্রহণ করেছি।