ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট সংস্কার সাতক্ষীরা উপকূলে বিশ্ব জলবায়ু ধর্মঘট কর্মসূচী পালিত বালিয়াকান্দিতে এ্যাসেডের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচী পালিত ভোলা প্রেসক্লাবে গনমাধ্যম কর্মীদের সাথে বরিশাল রেঞ্জ ডিআইজি মত বিনিময়  আত্রাইয়ে মহিলাদের আত্মকর্মসংস্থানে ক্ষুদ্র ঋণ বিতরণ নাগেশ্বরী উপজেলা বেসরকারি শিক্ষক কর্মচারী সমন্বয় পরিষদের কমিটি গঠন পত্রিকার প্রকাশের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি দৈনিক রাজবাড়ী কন্ঠের প্রকাশকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পাইকগাছায় দু’পক্ষের বিরোধ ঠেকাতে তৃতীয় পক্ষের ৩জন গুরুতর জখম রাজবাড়ীতে শিক্ষকদের লাঞ্চিতের প্রতিবাদে মানববন্ধন

কেশবপুরে সারিষা চাষে পাম্পার ফলনের সম্ভাবনা কৃষকের মুখে হাসি

আজিজুর রহমান-কেশবপুর(যশোর):
  • আপডেট সময় : ০১:৩৬:১০ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩ ৯৭ বার পঠিত

কেশবপুরে সারিষা চাষ আবাদের পাম্পার ফলনের সম্ভাবনা দেখা দেওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে।
সারিষা চাষে লাভ জনক হওয়ায় এ চাষে ঝুকে পড়েছে কৃষকরা।
রবিবার ২৬ নভেম্বর সকালে উপজেলার বিভিন্ন মাঠ সরেজমিনে গিয়ে দেখা গেছে মাঠের চারিদিকে সরিষার হলুদ রঙ্গের ছেয়ে গেছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে এবার কেশবপুর উপজেলায় ২০ হাজার ৭৫ হেক্টর জমিতে সারিষার চাষ করেছে কৃষকরা। এর মধ্যে বারি ১৪,বারি ৯,বারি ১৭,বারি ১৮,তরি ৭,বিনা ৯ চাষ করেছে কৃষকরা।সরকারিভাবে এবার উপজেলায় ৪হাজার কৃষকের মাঝে সারিষার বীজ ও সার বিতরণ করা হয়ে ছিল।আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকরা তাদের মাঠের সারিষা কেটে ঘরে তুলতে পারবে।কৃষকরা জানান,ভালো রৌদ্র হওয়ায় সারিষার হদুল ফুলে ছেয়ে গেছে মাঠের চারিদিক।কেশবপুর উপজেলার ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নে অধিকাংশ গ্রামে কৃষকরা সারিষার আবাদ চাষ করেছে।

প্রতি বিঘাতে ৬ মণ করে সারিষা হবে বলে কৃষকরা ধারণা করেছে। উপজেলার কেশবপুর পৌরসভা,১নং ত্রিমোহিনী ২নং সাগরদাঁড়ি,৩নং মজিদপুর,৪নং বিদ্যানন্দকাটি,৫নংমঙ্গলকোট,৬নং সদর,৭নং পাঁজিয়া,৮নং সুফলাকাটি,৯নং গৌরিঘোনা,১০নং সাতবাড়িয়া,১১নং হাসানপুর ইউনিয়ন জুড়ে এ সারিষার আবাদ হয়েছে। উপজেলার সাতবাড়িয়া গ্রামের আলাউদ্দিন,ময়েজউদ্দিন, কাকিলাখালী গ্রামের কনক বিহারি দাস প্রতাপপুর গ্রামের হারুনার রশীদ বুলবুল,ব্রাহ্মকাটি গ্রামের তরিকুল ইসলাম,আব্দুল মজিদ,বিশ্বনাথ, বিদ্যুৎনাথ,রামচন্দ্রপুর গ্রামের আবদুল সরদার,আজিজুর খাঁ তপন বসুসহ অনেক কৃষকরা এ প্রতিনিধি কে জানান,গত বছরের তুলনায় এবছরে বৃষ্টির পানি কম থাকলেও সারিষা ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে।বিঘা জমিতে ৭/৮ হাজার টাকা খরচ করে প্রায় ৬/৭ মণ সারিষা পাবে বলে তারা ধারণা করেছে।বাজারে সারিষার দামও ভালো পাওয়া যাবে।এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার মামুদা আক্তার এ প্রতিনিধি কে জানান,এবার কেশবপুর উপজেলায় ২০ হাজার ৭৫ হেক্টর জমিতে বিভিন্ন জাতের সারিষা চাষ করেছে কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় সারিষার ভালো ফলনের দেখা দিয়েছে। কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে কৃষকরা তাদের মাঠের সারিষা সুন্দরভাবে কেটে ঘরে তুলতে পারবে।

ট্যাগস :

কেশবপুরে সারিষা চাষে পাম্পার ফলনের সম্ভাবনা কৃষকের মুখে হাসি

আপডেট সময় : ০১:৩৬:১০ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩

কেশবপুরে সারিষা চাষ আবাদের পাম্পার ফলনের সম্ভাবনা দেখা দেওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে।
সারিষা চাষে লাভ জনক হওয়ায় এ চাষে ঝুকে পড়েছে কৃষকরা।
রবিবার ২৬ নভেম্বর সকালে উপজেলার বিভিন্ন মাঠ সরেজমিনে গিয়ে দেখা গেছে মাঠের চারিদিকে সরিষার হলুদ রঙ্গের ছেয়ে গেছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে এবার কেশবপুর উপজেলায় ২০ হাজার ৭৫ হেক্টর জমিতে সারিষার চাষ করেছে কৃষকরা। এর মধ্যে বারি ১৪,বারি ৯,বারি ১৭,বারি ১৮,তরি ৭,বিনা ৯ চাষ করেছে কৃষকরা।সরকারিভাবে এবার উপজেলায় ৪হাজার কৃষকের মাঝে সারিষার বীজ ও সার বিতরণ করা হয়ে ছিল।আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকরা তাদের মাঠের সারিষা কেটে ঘরে তুলতে পারবে।কৃষকরা জানান,ভালো রৌদ্র হওয়ায় সারিষার হদুল ফুলে ছেয়ে গেছে মাঠের চারিদিক।কেশবপুর উপজেলার ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নে অধিকাংশ গ্রামে কৃষকরা সারিষার আবাদ চাষ করেছে।

প্রতি বিঘাতে ৬ মণ করে সারিষা হবে বলে কৃষকরা ধারণা করেছে। উপজেলার কেশবপুর পৌরসভা,১নং ত্রিমোহিনী ২নং সাগরদাঁড়ি,৩নং মজিদপুর,৪নং বিদ্যানন্দকাটি,৫নংমঙ্গলকোট,৬নং সদর,৭নং পাঁজিয়া,৮নং সুফলাকাটি,৯নং গৌরিঘোনা,১০নং সাতবাড়িয়া,১১নং হাসানপুর ইউনিয়ন জুড়ে এ সারিষার আবাদ হয়েছে। উপজেলার সাতবাড়িয়া গ্রামের আলাউদ্দিন,ময়েজউদ্দিন, কাকিলাখালী গ্রামের কনক বিহারি দাস প্রতাপপুর গ্রামের হারুনার রশীদ বুলবুল,ব্রাহ্মকাটি গ্রামের তরিকুল ইসলাম,আব্দুল মজিদ,বিশ্বনাথ, বিদ্যুৎনাথ,রামচন্দ্রপুর গ্রামের আবদুল সরদার,আজিজুর খাঁ তপন বসুসহ অনেক কৃষকরা এ প্রতিনিধি কে জানান,গত বছরের তুলনায় এবছরে বৃষ্টির পানি কম থাকলেও সারিষা ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে।বিঘা জমিতে ৭/৮ হাজার টাকা খরচ করে প্রায় ৬/৭ মণ সারিষা পাবে বলে তারা ধারণা করেছে।বাজারে সারিষার দামও ভালো পাওয়া যাবে।এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার মামুদা আক্তার এ প্রতিনিধি কে জানান,এবার কেশবপুর উপজেলায় ২০ হাজার ৭৫ হেক্টর জমিতে বিভিন্ন জাতের সারিষা চাষ করেছে কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় সারিষার ভালো ফলনের দেখা দিয়েছে। কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে কৃষকরা তাদের মাঠের সারিষা সুন্দরভাবে কেটে ঘরে তুলতে পারবে।